Jump to content
Wikimedia Meta-Wiki

কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/ট্র্যাক ডি

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Track D and the translation is 100% complete.
২০১৭ কৌশল আন্দোলনের ট্র্যাক "ডি"-এর প্রধান কাজ হলো ইতিমধ্যে আমাদের যে পাঠক রয়েছে তাদের সাথে, আমাদের অংশীদারদের সাথে ও যেসব স্থান এই প্রকল্প বেশ পরিচিত নয় তাদের সাথে গবেষণা ও আলোচনা করা। প্রচারণার দিক দিয়ে বা পাঠকের দিক দিয়ে আমরা কোন স্থানে কেমন রয়েছি সেটি নির্ণয় ও সমস্যা সমাধানে আলোচনাই এই দলের প্রধান লক্ষ্য। এছাড়াও আমরা আমাদের সমমনা সংস্থা, আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ ও অন্যান্যদের সাথে নিয়ে এ কজটি করছি।

ব্যক্তিবর্গ

ট্র্যাক লীড

কার্যকরী দল

উপদেষ্টা

পরবর্তী ১৫ বছরে উইকিমিডিয়ার কৌশল আলোচনায় যাতে কম প্রসারমান অঞ্চলগুলেঅ স্থান পায় ও তাদের মন্তব্যও যুক্ত হয় সেটি ট্র্যাক ডি দল নিশ্চিত করবে।

আমাদের লক্ষ্য:

  • পরবর্তী ১৫ বছরে উইকিমিডিয়া আন্দোলনে যে জিনিসগুলো বৈশ্বিক দৃষ্টিকোণের ভিত্তিতে প্রভাব ফেলবে সেগুলেঅ সংগ্রহ ও বিশ্লেষণ করা।
  • সেসব অঞ্চলের পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে মূল পরিকল্পনা তৈরি করা।
  • স্থানীয় বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ ও তাদেরকে ভবিষ্যতে উইকিমিডিয়াতে যুক্ত করা।

আরও তথ্যের জন্য প্রক্রিয়া পাতা দেখুন।

উৎস

নতুন পাঠক গবেষণা

ফোন জরিপ

(Global Reach/Insights-এর মতই)

নকশা গবেষণা

(Special:MyLanguage/New Readers/Findings-এর মতই)

অংশগ্রহণ
উত্স
গতিপথ
ব্যক্তি
প্রক্রিয়া

AltStyle によって変換されたページ (->オリジナル) /