Jump to content
Wikimedia Meta-Wiki

কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/ট্র্যাক সি

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Track C and the translation is 94% complete.
২০১৭ কৌশল আন্দোলনের ট্র্যাক "ডি"-এর প্রধান কাজ হলো ইতিমধ্যে আমাদের যে পাঠক রয়েছে তাদের সাথে, আমাদের অংশীদারদের সাথে ও যেসব স্থান এই প্রকল্প বেশ পরিচিত সেখানে গবেষণা ও আলোচনা করা। প্রচারণার দিক দিয়ে বা পাঠকের দিক দিয়ে আমরা যেসব স্থানে উচ্চাসনে রয়েছি সেখানে আলোচনাই এই দলের প্রধান লক্ষ্য। এছাড়াও আমরা আমাদের সমমনা সংস্থা, আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ ও অন্যান্যদের সাথে নিয়ে এ কজটি করছি।

ব্যক্তিবর্গ

জুলিয়েট ও ক্যাটলিন এই প্রক্রিয়ায় ফাউন্ডেশন, সম্প্রদায় ও অ্যাফিলিয়েটদের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।

এই প্রকল্পে সহায়তা করতে আমরা অনলাইন জরিপ ও অন্যান্য জরিপ পরিচালনা করছি। প্রতিদিনের কাজকে গতীশীল করতে ট্র্যাক ডি ও সি এর জন্য আমরা একজন প্রকল্প সহায়তাকরীকে অনুসন্ধান করছি। আপনি অথবা আপনি কি জানেন এরকম কেউ এখানে অঅগ্রহী হবে? সেক্ষেত্রে অনলাইনে আবেদনের মাধ্যমে বা এর আলাপ পাতায় লিখে আমাদের জানান।

ট্র্যাক লীড

কার্যকরী দল

পরবর্তী ১৫ বছরে উইকিমিডিয়া আন্দোলনে যে জিনিসগুলো বৈশ্বিক দৃষ্টিকোণের ভিত্তিতে প্রভাব ফেলবে যেখানে ইতিমধ্যেই আমরা উচ্চাসনে রয়েছি সেগুলো সংগ্রহ ও বিশ্লেষণ করা। সেসব অঞ্চলের পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে মূল পরিকল্পনা তৈরি করা। স্থানীয় বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ ও তাদেরকে ভবিষ্যতে উইকিমিডিয়াতে যুক্ত করা।

আরও তথ্যের জন্য প্রক্রিয়া পাতা দেখুন।

গবেষণা

পড়ুন এবং আহ্বান

অংশগ্রহণ
উত্স
গতিপথ
ব্যক্তি
প্রক্রিয়া

AltStyle によって変換されたページ (->オリジナル) /