বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

রাজাপুর ইউনিয়ন, বেলকুচি

অন্য ব্যবহারের জন্য রাজাপুর ইউনিয়ন দেখুন।
রাজপুর ইউনিয়ন নিবন্ধের সাথে বিভ্রান্ত হবেন না।
রাজাপুর
ইউনিয়ন
২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ
রাজশাহী বিভাগের মানচিত্রে দেখুন
বাংলাদেশের মানচিত্রে দেখুন
বাংলাদেশে রাজাপুর ইউনিয়ন, বেলকুচির অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২১′২৫′′ উত্তর ৮৯°৪২′২২′′ পূর্ব / ২৪.৩৫৬৯৪° উত্তর ৮৯.৭০৬১১° পূর্ব / 24.35694; 89.70611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগ রাজশাহী বিভাগ
জেলা সিরাজগঞ্জ জেলা
উপজেলা বেলকুচি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোছাঃ ছনিয়া সবুর
আয়তন
 • মোট২৮.১০৫ বর্গকিমি (১০.৮৫১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৭,৫৯৬
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪০.৯৯%
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটrajapurup.sirajganj.gov.bd
মানচিত্র
মানচিত্র

রাজাপুর ইউনিয়ন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি উপজেলার একটি ইউনিয়ন। ৬৯৪৫ একর আয়তনের এই জনপদে প্রায় সাড়ে সাতচল্লিশ হাজার লোকের বাস, যাদের অধিকাংশই বাঙালি মুসলমান

ভূগোল

[সম্পাদনা ]

বেলকুচি উপজেলার সর্ব উত্তরে অবস্থিত রাজাপুর ইউনিয়নের আয়তন ৬,৯৪৫ একর (২৮.১১ কিমি)। ইউনিয়নটির উত্তরে রয়েছে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন, পশ্চিমে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নরায়দৌলতপুর ইউনিয়ন এবং দক্ষিণে বেলকুচি ইউনিয়নবেলকুচি পৌরসভার অবস্থান। আর পূর্ব দিক দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। নদী তীরবর্তী হওয়ায় এ ইউনিয়ন প্রায়ই বন্যা ও নদীভাঙনের শিকার হয়।

ইউনিয়নটিতে মোট ৫টি মৌজা রয়েছে; গ্রাম আছে ৩৬টি। গ্রামগুলো হল:[]

  1. আগুরিয়া
  2. বাগভাউড়া
  3. বয়ড়ামাসুম
  4. বামনবাড়ীয়া
  5. কদমতলী
  6. বেড়াখারুয়া
  7. বাউগান
  8. ভাতুরিয়া
  9. বৈলগাছি
  10. চন্দ্রপাড়া
  11. চর-রান্ধুনীবাড়ী
  12. দত্তবাড়ী
  13. হরিনাথপুর
  14. কোনাবাড়ী
  15. মধ্যখামার
  16. মাইঝাইল
  17. পূর্ব মাইঝাইল
  18. দক্ষিণ মাইঝাইল
  19. মকিমপুর
  20. চকমকিমপুর
  21. মঠপাড়া
  22. নাগগাতি
  23. নাকফাটা
  24. রাজাপুর
  25. উত্তর রাজাপুর
  26. টেংরা কালি
  27. দক্ষিণ রাজাপুর
  28. সমেশপুর
  29. রান্ধুনীবাড়ী
  30. পূর্বরান্ধুনীবাড়ী
  31. পশ্চিম রান্ধুনীবাড়ী
  32. শাহপুর
  33. সমেশপুর
  34. চরসমেশপুর
  35. ইসলামপুর
  36. ধর্ম চিতালিয়া

প্রশাসন

[সম্পাদনা ]

রাজাপুর ইউনিয়ন পরিষদ বেলকুচি উপজেলার ২নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য, প্রতি তিনটি ওয়ার্ড হতে একজন করে মোট ৩ জন সংরক্ষিত (মহিলা) সদস্য এবং একজন চেয়ারম্যানকে নিয়ে পরিষদটি গঠিত হয়।[] এছাড়াও পরিষদের কার্যক্রমে সহায়তা করার জন্য রয়েছেন একজন সচিব। বর্তমানে ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোছাঃ ছনিয়া সবুর।[]

রাজাপুর ইউনিয়ন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৫ আসনের আওতাধীন।[] আব্দুল মমিন মন্ডল ২০১৯ সাল থেকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ

[সম্পাদনা ]

ইতঃপূর্বে রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন:[]

  • মোঃ আতাউর রহমান
  • মোঃ হরমুজ আলী
  • গাজী আব্দুল হামিদ
  • গোলাম মোহাম্মদ

জনসংখ্যা

[সম্পাদনা ]
ঐতিহাসিক জনসংখ্যা
বছরজনসংখ্যা±%
১৯৯১ ৪১,৯২৬—    
২০০১ ৪৭,৫৯৬+১৩.৫%
২০১১ ৪৮,৩৩১+১.৫%
উৎস: বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী রাজাপুর ইউনিয়নে মোট ৪৮,৩৩১ জন মানুষ বসবাস করে। এর মধ্যে সর্বাধিক ৮১৩১ জন রাজাপুর গ্রামে এবং সর্বনিম্ন ২২ জন নাকফাটা গ্রামে বসবাস করে।[]

১৯৯১ সালে রাজাপুর ইউনিয়নের জনসংখ্যা ছিল ৪১,৯২৬ জন। ২০০১ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৭,৫৯৬ জনে, যার মধ্যে ২৪,৫৯২ জন ছিল পুরুষ এবং ২৩,০০৪ জন নারী।[]

আরও দেখুন

[সম্পাদনা ]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা|রাজাপুর ইউনিয়ন"বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন। ২৪ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  2. "তৃতীয় অধ্যায়: পরিষদ"স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯। আইন মন্ত্রণালয় (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০ 
  3. "বর্তমান চেয়ারম্যান- রাজাপুর ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। ২ ফেব্রুয়ারি ২০১৯। ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২০ 
  4. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  5. "সিরাজগঞ্জ-৫ আসন: সদ্য নির্বাচিত এমপি মমিন মন্ডলকে ফুলেল শুভেচ্ছা"কালের কণ্ঠ। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১ 
  6. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - রাজাপুর ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। ২০২১-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৩ 
  7. মো. রফিকুল ইসলাম (২০১২)। "বেলকুচি উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ

[সম্পাদনা ]

AltStyle によって変換されたページ (->オリジナル) /