বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ভবানী বণিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভবানী বণিক ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন বাঙালি কবিয়াল।

জীবনী

[সম্পাদনা ]

তাঁর জন্মস্থান অবিভক্ত বর্ধমান জেলার সাতগেছে গ্রামে। ভবানী বেনে নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। পেশায় তিনি ছিলেন গন্ধবণিক, ব্যবসায়িক কারণে কলকাতায় বাস করতেন। স্বভাবকবি ভবানী বণিক মুখে মুখে গান রচনা করতে পারতেন। তিনি একটি কবির দলও গঠন করেন। কবিগানে তাঁর অন্যতম প্রতিপক্ষ ছিলেন নিত্যানন্দ বৈরাগী বা নিতাই বৈরাগী। এই দু-দলের প্রতিযোগীতাকে লোকে বাঘ-মহিষের লড়াই বলত। কবি গান ছাড়াও তিনি বেশ কিছু কৃষ্ণবিষয়ক ও শ্যামা বিষয়ক গান রচনা করেছিলেন। তার দলে রাম বসু (কবিয়াল) গান বেধেছেন। এর বাইরে তিনি বহু সখীসংবাদ ও নানা ধরনের ভক্তিগীতি রচনা করেছিলেন। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত 'বাঙালির গান' গ্রন্থে এনার গান পাওয়া যায়।[] []

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "ভবানী বণিক"onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১ 
  2. প্রথম খন্ড, বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩৭৫। আইএসবিএন 978-8179551356 

AltStyle によって変換されたページ (->オリジナル) /