বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ফাখের যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খিলাফতের প্রথম সময়কার গৃহযুদ্ধ

ফাখের যুদ্ধ ৭৮৬ সালের ১১ জুন সংঘটিত হয়। এর এক পক্ষে ছিল খলিফা আল মনসুরের পুত্র সুলাইমান ইবনে আবি জাফরের অধীন আব্বাসীয় বাহিনী এবং অন্যপক্ষে ছিল হাসান ইবনে আলির এক নাতি হুসাইন ইবনে আলির অধীন বিদ্রোহী দল। আব্বাসীয় সেনারা মক্কার কাছে ফাখে বিদ্রোহীদের পরাজিত করে। বিদ্রোহের নেতা হুসাইনকে পরিবারের অন্যান্য অনেক সদস্যসহ হত্যা করা নয়। আলি বংশের এক সদস্য ইদ্রিস ইবনে আবদুল্লাহ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মাগরেব চলে যান এবং সেখানে ইদ্রিসি রাজবংশ প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
এই নিবন্ধটিতে যদিও তথ্যসূত্রের একটি তালিকা, সম্পর্কিত পাঠ বা বহিঃসংযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটির তথ্যসূত্রগুলি অস্পষ্ট, কারণ এটিতে নির্দিষ্ট বাক্য বা অনুচ্ছেদকে সমর্থনকারী অভ্যন্তরীণ তথ্যসূত্র প্রদান করা হয়নি অনুগ্রহ করে অধিকতর স্পষ্ট তথ্যসূত্র যোগ করে নিবন্ধটির উন্নয়ন সাধন করুন। (ফেব্রুয়ারি ২০১৫)


Stub icon যুদ্ধ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

AltStyle によって変換されたページ (->オリジナル) /