বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

থারু ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এর বিষয়বস্তু পুনর্বিন্যস্ত করা প্রয়োজন সম্পাদকদের এই নিবন্ধের মানোন্নয়নে, এর সার্বিক গঠন পরিবর্তনে সাহসী হতে উৎসাহিত করা হচ্ছে। (জুন ২০২১)
থারু হচ্ছে প্রধানত নেপালের ভাষা।

থারু ভাষা থারু সম্প্রদায়ের মধ্যে কথিত একটি ভাষা। এই ভাষাটি অন্যান্য ভাষার মতো। নেপাল এবং ভারতের বিভিন্ন অঞ্চলে থারু সম্প্রদায় একই ভাষা ভাগ করে না। নেপালে থারু ভাষা অন্যতম প্রধান ভাষা। কুমার, আউধী, মাইথিলি, বাংলা এবং ভোজপুরি প্রভৃতি প্রতিবেশী ভাষার সাথে থারু ভাষাগুলির সূক্ষ্ম মিল রয়েছে। তবে বিভিন্ন অঞ্চল থেকে থারুসের মধ্যে যোগাযোগের পথে দাঁড়িয়ে এই উপভাষার মধ্যে ভাষাগত বাধা রয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. Guneratne, Arjun (২০০২)। Many Tongues, One People: The Making of Tharu Identity in Nepal (ইংরেজি ভাষায়)। Cornell University Press। আইএসবিএন 978-0-8014-8728-6 
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

AltStyle によって変換されたページ (->オリジナル) /