বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

জেমস্ এডওয়ার্ড এডমন্ডস্

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার জেমস্ এডওয়ার্ড এডমন্ডস্
জন্ম২৫ ডিসেম্বর ১৮৬১
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু২ আগস্ট ১৯৫৬(1956年08月02日) (বয়স ৯৪)
শারবোর্ন, ইংল্যান্ড
আনুগত্যযুক্তরাজ্য মার্কিন যুক্তরাজ্য
সেবা/শাখাব্রিটিশ আর্মি
পদমর্যাদাব্রিগেডিয়ার জেনারেল
নেতৃত্বসমূহসিক্রেট সার্ভিস ব্যুরো
চীফ অব স্টাফ, ৪র্থ ডিভিশন (১৯১৪)
ইতিহাস বিভাগ, ইম্পেরিয়াল ডিফেন্স কমিটি
যুদ্ধ/সংগ্রামদ্বিতীয় বোয়ের যুদ্ধ
রুশো-জাপান যুদ্ধ
প্রথম বিশ্বযুদ্ধ
পুরস্কারনাইট ব্যাচেলর
কমপেনিয়ন অব দি অর্ডার অব দি বাথ
কমপেনিয়ন অব দি অর্ডার অব সেইন্ট মাইকেল এন্ড সেইন্ট জর্জ
ডিসপ্যাচ সমূহে উল্লেখ করা হয়েছে

ব্রিগেডিয়ার জেনারেল স্যার জেমস্ এডওয়ার্ড এডমন্ডস্ সি. বি. এবং সি. এম. জি. (২৫ ডিসেম্বর ১৮৬১ - ২ আগস্ট ১৯৫৬) প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশ রয়েল ইনঞ্জিনিয়ার্স এর একজন অফিসার ছিলেন। ১৯১৯ সালের ১লা এপ্রিল এডমন্ডস্ ইম্পেরিয়াল ডিফেন্স কমিটির একজন ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ২৮-খণ্ড এর "হিস্ট্রী অব গ্রেট ওয়ার" সংকলন করেন। এডমন্ডস্ "হিস্ট্রী অব গ্রেট ওয়ার" এর প্রায় অর্ধেক সংখ্যক এবং ১৪-খণ্ড এর "ওয়েস্টার্ন ফ্রন্ট (মিলিটারি অপারেশনস, ফ্রান্স এবং বেলজিয়াম)" এর ১১ টি খণ্ড নিজে লিখেছিলেন। তার কাজ শেষ হয় ১৯৪৯ সাল নাগাদ শেষ খণ্ড গুলি প্রকাশের মাধ্যমে।

তথ্যসূত্র

[সম্পাদনা ]

টীকা

গ্রন্থপঞ্জি

আরো পড়ুন

AltStyle によって変換されたページ (->オリジナル) /