বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টি (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি রাজনৈতিক দল। সিডব্লিউপি জ্যোতিভূষণ ভট্টাচার্য দ্বারা গঠিত হয়েছিল, যখন ১৯৭৬ সালে ভারতের শ্রমিক দল বিভক্ত হয়েছিল।[] ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ছিলেন এবং ১৯৬৭ সালে তিনি পশ্চিমবঙ্গের প্রথম অ- কংগ্রেস শিক্ষামন্ত্রী হয়েছিলেন। এটি বাংলা জার্নাল গ্রাম-নগর এবং এজেন্ডা নামে একটি ইংরেজি মাসিক প্রকাশ করত। সিডব্লিউপি ১৯৯৩ সালে তার নাম পরিবর্তন করে ওয়ার্কার্স পার্টি রাখে। অধ্যাপক জ্যোতি ভট্টাচার্য ১৯৯৮ সালে মারা যান। তিনি একজন বিশিষ্ট পণ্ডিত এবং একজন মার্কসবাদী তাত্ত্বিক হিসেবে সুপরিচিত ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. Asish Krishna Basu (২০০৩)। Marxism in an Indian State: An Analytical Study of West Bengal Leftism। Ratna Prakashan। পৃষ্ঠা 78। আইএসবিএন 978-81-85709-73-4 

AltStyle によって変換されたページ (->オリジナル) /