বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

১৯৫০ ফিফা বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
1950 ফিফা বিশ্বকাপ
IV Campeonato Mundial de Futebol[]
একটি টুর্নামেন্ট প্রচার উপলক্ষে ১৯৫০ সালের ব্রাজিলীয় ডাকটিকিট
বিবরণ
স্বাগতিক দেশব্রাজিল
তারিখ২৪ জুন – ১৬ জুলাই
দল১৩ (৩টি কনফেডারেশন থেকে)
মাঠ6 (6টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন উরুগুয়ে (২য় শিরোপা)
রানার-আপ ব্রাজিল
তৃতীয় স্থান সুইডেন
চতুর্থ স্থান স্পেন
পরিসংখ্যান
ম্যাচ২২
গোল সংখ্যা৮৮ (ম্যাচ প্রতি ৪টি)
দর্শক সংখ্যা১০,৪৫,২৪৬ (ম্যাচ প্রতি ৪৭,৫১১ জন)
শীর্ষ গোলদাতাব্রাজিল অ্যাডমির (৮টি গোল)

১৯৫০ ফিফা বিশ্বকাপ, ১৯৫০ সালের ২৪ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল ছিল চতুর্থ ফিফা বিশ্বকাপ। এটি ১৯৩৮ সালের পর প্রথম বিশ্বকাপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পরিকল্পিত ১৯৪২ এবং ১৯৪৬ প্রতিযোগিতা বাতিল করা হয়েছিল। এতে উরুগুয়ে জিতেছিল, যিনি ১৯৩০ সালে উদ্বোধনী প্রতিযোগিতাও জিতেছিলেন। তারা চার দলের চূড়ান্ত গ্রুপের নির্ধারনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কাপ জিতেছিল। এটিই একমাত্র টুর্নামেন্ট যা কোনও এক ম্যাচের ফাইনালে সিদ্ধান্ত হয়নি। এছাড়া প্রথম টুর্নামেন্ট যেখানে ট্রফি হিসাবে উল্লেখ করা হয়েছিল জুলে রিমে কাপকে, ফিফার সভাপতি হিসাবে জুলে রিমে 'র ২৫ তম বার্ষিকী উপলক্ষে।

গ্রুপ পর্ব

[সম্পাদনা ]

গ্রুপ–১

[সম্পাদনা ]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ব্রাজিল +৬ চূড়ান্ত পর্বে অগ্রসর
 যুগোস্লাভিয়া +৪
  সুইজারল্যান্ড −২
 মেক্সিকো ১০ −৮
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ–২

[সম্পাদনা ]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্পেন +৫ চূড়ান্ত পর্বে অগ্রসর
 ইংল্যান্ড
 চিলি −১
 মার্কিন যুক্তরাষ্ট্র −৪
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ–৩

[সম্পাদনা ]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 সুইডেন +১ চূড়ান্ত পর্বে অগ্রসর
 ইতালি +১
 প্যারাগুয়ে −২
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ–৪

[সম্পাদনা ]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 উরুগুয়ে +৮ চূড়ান্ত পর্বে অগ্রসর
 বলিভিয়া −৮
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

চূড়ান্ত পর্ব

[সম্পাদনা ]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট চূড়ান্ত ফলাফল
 উরুগুয়ে (C) +২ বিজয়ী
 ব্রাজিল ১৪ +১০
 সুইডেন ১১ −৫
 স্পেন ১১ −৭
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(C) চ্যাম্পিয়ন।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. The Portuguese pronunciation is [ˈkwaʁtukɐ̃pjoˈnatumũdʒiˈawdʒiˌfutʃiˈbɔw] , in today's standard Brazilian pronunciation.
আসর
বাছাইপর্ব
ফাইনাল
দল
দল বিভাজন
সম্প্রচারক
নিলাম
পরিসংখ্যান
অংশগ্রহণ
সামগ্রিক তথ্য
অন্যান্য
টীকা: ১৯৩০ সালের বিশ্বকাপের জন্য কোন বাছাইপর্ব ছিল না, কেননা উক্ত আসরে দলগুলো শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে অংশগ্রহণ করেছিল।
১৯৫০ সালে, কোন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়নি; এই নিবন্ধটি চূড়ান্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো সম্পর্কে।

AltStyle によって変換されたページ (->オリジナル) /