বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

সিএমওয়াইকে রং মডেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সায়ান, ম্যাজেন্টা, হলুদ, এবং কালো
অর্ধস্বচ্ছ কাচের মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে এই চারটি বর্ণ দিয়ে বিভিন্ন বর্ণ তৈরি করা যায়।

সি এম ওয়াই কে (CMYK) বর্ণ বা রঙের একটি মানদণ্ড বা প্রতিমান। সাধারণত ছাপাখানাগুলিতে এই প্রতিমান ব্যবহার করা হয়। এই প্রতিমানে চারটি প্রধান রং আছে: সায়ান (Cyan, এক ধরনের সবুজাভ নীল), ম্যাজেন্টা বা নীললোহিত (টকটকে লাল), হলুদকালো। ছাপার সময় এই চারটি রং হতে সমস্ত রং তৈরি হয়ে থাকে।

লাল, নীল ও সবুজ হল মৌলিক রং যাদের থেকে সমস্ত রং তৈরি করা হয়। ঐ তিন রঙের সমন্বয়ে তৈরি রঙকে ছাপার পূর্বে সি এম ওয়াই কে ধরনে পরিবর্তন করে নেয়া হয়। সব ধরনের গ্রাফিক্‌স বা চিত্রলৈখিক-নকশাকরণ সফটওয়্যার এই কাজটি করতে পারে।

AltStyle によって変換されたページ (->オリジナル) /