বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

সাদি মহম্মদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাদি মহম্মদ
সাদি মহম্মদ
উচ্চারণ[sad̪imɔɦɔmːɔd̪]
জন্ম
সাদি মহম্মদ তকিউল্লাহ

(১৯৫৭-১০-০৪)৪ অক্টোবর ১৯৫৭
মৃত্যু১৩ মার্চ ২০২৪(2024年03月13日) (বয়স ৬৬)
মৃত্যুর কারণফাঁস লাগিয়ে আত্মহত্যা
সমাধিমোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশি
মাতৃশিক্ষায়তন []
পেশা
প্রতিষ্ঠানরবিরাগ
কর্ম
ডিস্কোগ্রাফি
দাম্পত্য সঙ্গীঅবিবাহিত
পিতা-মাতাশহীদ সলিমউল্লাহ্
বেগম জেবুন্নেসা সলিমউল্লাহ্
আত্মীয়শিবলী মহম্মদ (ভাই)
পুরস্কারচ্যানেল আই সমালোচক পুরস্কার (২০০৯)
চ্যানেল আই আজীবন সম্মাননা পুরস্কার (২০১২)
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার (২০১৫)[]
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
কার্যকাল১৯৮২–২০২৪
লেবেলকান্ট্রি মিউজিক

সাদি মহম্মদ (বাংলা উচ্চারণ: [sad̪imɔɦɔmːɔd̪] ; ৪ঠা অক্টোবর ১৯৫৭ – ১৩ই মার্চ ২০২৪) ছিলেন একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পীসুরকার[] তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন।[] ২০১৫ সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।[]

শিক্ষা ও কর্মজীবন

[সম্পাদনা ]

মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন সাদি মহম্মদ। [] তবে সেখানে পড়াশুনা চালিয়ে যান নি। পরে তিনি বৃত্তি পেয়ে ১৯৭৫ সালে সংগীত বিষয়ে শান্তিনিকেতনে পড়ার সুযোগ পান। এরপর বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। সেখানে শান্তিদেব ঘোষ ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শেখেন তিনি। []

২০০৭ সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।[] ২০০৯ সালে তার শ্রাবণ আকাশে ও ২০১২ সালে তার সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়।[]

এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।[]

পুরস্কার

[সম্পাদনা ]

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই[] ২০১৫ সালে বাংলা একাডেমী তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা ]

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমউল্লাহকে।[] তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়। সাদি মহম্মদের ছোট ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী।[১০]

সাদি মহম্মদ অবিবাহিত ছিলেন।

মৃত্যু

[সম্পাদনা ]

সাদি মহম্মদ ২০২৪ সালের ১৩ই মার্চ আত্মহত্যা করেন। এদিন সন্ধ্যায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।[১১] [১২] তার ছোট ভাই শিবলীর ভাষ্য, সাদি তার ঘরে তার তানপুরা যন্ত্রে সঙ্গীত অনুশীলন করছিলেন এবং পরে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।[] শিবলী আরও বলেন, ২০২৩ সালের জুলাই মাসে তাদের মা জেবুন্নেসা সলিমুল্লাহ মারা যাওয়ার পর থেকে সাদি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. ডেস্ক, বিনোদন (১৯৭০-০১-০১)। "বুয়েটে ভর্তি হয়েও শান্তিনিকেতনে চলে যান সাদি মহম্মদ"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৫ 
  2. নিজস্ব প্রতিবেদক (১১ মে ২০১৫)। "সনৎকুমার ও সাদি মহম্মদ পেলেন রবীন্দ্র পুরস্কার"prothomalo.comদৈনিক প্রথম আলো । সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪রবীন্দ্রসাহিত্যে গবেষণা ও চর্চায় অবদানের জন্য অধ্যাপক সনৎকুমার সাহা এবং রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ এবার বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  3. ডেস্ক, বিনোদন (২০২৪-০৩-১৩)। "সংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩ 
  4. "গানে গানে বসন্ত বরণ করবে রবিরাগ"প্রথম আলো। ১০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯ 
  5. প্রতিবেদক, জ্যেষ্ঠ। "নিজের বাসায় সংগীতশিল্পী সাদী মহম্মদের ঝুলন্ত লাশ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪ 
  6. ডেস্ক, বিনোদন (১৯৭০-০১-০১)। "বুয়েটে ভর্তি হয়েও শান্তিনিকেতনে চলে যান সাদি মহম্মদ"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৫ 
  7. "সাদি মহম্মদের মৃত্যু: 'শিল্পীরাতো একটু অভিমানী হয়, হয়তো অভিমান ছিল'"বিবিসি বাংলা । ২০২৪-০৩-১৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৪ 
  8. "সংগীতশিল্পী সাদী মহম্মদ আর নেই"চ্যানেল আই। ১৩ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪ 
  9. "'শেষবারের মতো দেখলাম বাবার রক্তাক্ত নিথর দেহটা রাস্তায় পড়ে আছে'"বাংলানিউজ২৪.কম। ৯ ডিসেম্বর ২০১০। ১৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯ 
  10. "শিবলী দরজা ভেঙে দেখেন সাদির ঝুলন্ত মরদেহ"ইনডিপেনডেন্ট টেলিভিশন। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪ 
  11. "মারা গেছেন সংগীতশিল্পী সাদি মহম্মদ"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩ 
  12. "সংগীতশিল্পী সাদী মহম্মদ আর নেই"এনটিভি। ২০২৪-০৩-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩ 
  13. "সাদি মহম্মদের মৃত্যু নিয়ে যা বলছেন চিকিৎসক"প্রথম আলো। ১৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৪ 

AltStyle によって変換されたページ (->オリジナル) /