বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

সহীহ হাদীস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। নিবন্ধের মাঝে প্রাসঙ্গিক সংযোগ যুক্ত করার মাধ্যমে এই নিবন্ধের উন্নয়নে সহায়তা করুন

সহীহ বা সহিহ (আরবী: صحيح) অর্থ: শুদ্ধ, নির্ভুল, সুস্থ, সত্য, সঠিক। [] সহীহ হাদীস হলো শুদ্ধ হাদীসঃ অত্যন্ত সৎ ও সুযোগ্য রাবীদের বর্ণিত অবিচ্ছিন্ন সনদসম্বলিত (মুত্তাসিল) হাদীস।

উলুমুল হাদীসের পরিভাষায় সহীহ বলা হয় ঐ হাদীসকে যে হাদীসের বর্ণনাকারীরা আদিল বা ন্যায়পরায়ণ ও পূর্ণ আয়ত্তশক্তির অধিকারী হন এবং সনদটি শায বা ত্রুটিপূর্ণ নয়।[]

সহীহের প্রকারভেদ

[সম্পাদনা ]

সহীহ দুই প্রকার:

  1. সহীহ লি যাতিহী
  2. সহীহ লি গয়রিহী

শর্তাবলী

[সম্পাদনা ]

সহীহ হাদীস হওয়ার জন্য বর্ণনাকারীর জন্য কিছু গুনাবলী বা শর্তাবলী পাওয়া আবশ্যক-

  • অবিচ্ছিন্ন সনদ হওয়া: অর্থাৎ হাদীসের সনদ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক বর্ণনাকারী প্রত্যক্ষভাবে হাদীস শুনেছেন এবং কোনও বর্ণনাকারী কোথাও রহিত হয়নি।
  • ন্যায়পরায়ণ হওয়া: অর্থাৎ প্রত্যেক বর্ণনাকারী একজন মুসলমান, জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক হওয়া এবং তার মধ্যে ফাসেকী না পাওয়া। অন্যভাবে বলা যায়- উন্নত চরিত্রের ব্যক্তি।
  • স্মৃতিশক্তির অধিকারী হওয়া: প্রত্যেক বর্ণনাকারীর স্মৃতিশক্তি প্রবল হতে হবে। হাদীসটির স্মরণ রাখার ক্ষেত্রে কোনও অবহেলা ও অসতর্কতা না থাকা।
  • ত্রুটিপূর্ণ না হওয়া: হাদীসের বর্ণনাকারীর মধ্যে কোন সূক্ষ্ম দোষত্রুটি থাকতে পারবে না।
  • শায না হওয়া: যে হাদীসের মধ্যে নির্ভরযোগ্য বর্ণনাকারী তার থেকে অধিক নির্ভরযোগ্য বর্ণনাকারী বিরোধিতা না করা। []

সহীহ হাদিসের বিধান

[সম্পাদনা ]

সঠিক হাদীসের অনুসরণ করা ওয়াজিব এবং এ জাতীয় হাদীস শরীয়তের অন্যতম দলীল।

আরও দেখুন

[সম্পাদনা ]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. আধুনিক আরবী-বাংলা অভিধান। রিয়াদ প্রকাশনী। ২০১১। পৃষ্ঠা ৬২২। 
  2. শরহু নুখবাতুল ফিকার। ইসলামিয়া কুতুকখানা। পৃষ্ঠা ৯১। 
  3. "صحیح (اصطلاح حدیث)"آزاد دائرۃ المعارف، ویکیپیڈیا (উর্দু ভাষায়)। ২০১৯-০৫-১৭। 
মুসনাদসনদের পরিপ্রেক্ষিতে হাদিস মতন অনুসারে→ মাতরূক

AltStyle によって変換されたページ (->オリジナル) /