বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

সঞ্জীব চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সঞ্জীব চৌধুরী
প্রাথমিক তথ্য
জন্ম(১৯৬৪-১২-২৫)২৫ ডিসেম্বর ১৯৬৪
মাকালকান্দি, বানিয়াচং, হবিগঞ্জ জেলা, বাংলাদেশ
উদ্ভবঢাকা, বাংলাদেশ
মৃত্যু১৯ নভেম্বর ২০০৭(2007年11月19日) (বয়স ৪২)
ঢাকা, বাংলাদেশ
ধরনপপ
পেশাসঙ্গীতশিল্পী, সাংবাদিক
বাদ্যযন্ত্রগিটার
কার্যকাল১৯৯৬-২০০৭
লেবেলজি-সিরিজ

সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর ১৯৬৪ – ১৯ নভেম্বর ২০০৭) ছিলেন একজন বাংলাদেশি সংগীতশিল্পী ও সাংবাদিক। তিনি বাংলা ব্যান্ডদল দলছুটের প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান সদস্য ছিলেন। সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপও করেছেন।[] []

প্রাথমিক জীবন

[সম্পাদনা ]

সঞ্জীব চৌধুরী ২৫ ডিসেম্বর ১৯৬৪[] সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গোপাল চৌধুরী এবং মাতা প্রভাষিনী চৌধুরী। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।

শিক্ষাজীবন

[সম্পাদনা ]

ছোটবেলায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন এবং এর পরে ঢাকার বকশী বাজার নবকুমার ইন্সটিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন। এখান থেকে তিনি ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় স্থান করে নেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন; কিন্তু বিভিন্ন কারণে তা শেষ না করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা ]

তিনি একজন খ্যাতনামা সাংবাদিকও ছিলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র আজকের কাগজ, ভোরের কাগজযায়যায়দিনে কাজ করেন। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের একজন কর্মী ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন ]

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা ]

ব্যান্ড

[সম্পাদনা ]

দলছুট

[সম্পাদনা ]
গানের নাম অ্যালবাম
গিটার আহ্ (১৯৯৭)
ভাল্লাগেনা
সাদা ময়লা রঙ্গিলা
কাগা
মনে পরে
ইয়াসমীন
চোখ
সানগ্লাস
ভর দুপুর
নিষিদ্ধ
গাড়ি চলে না হৃদয়পুর (২০০০)
নৌকা ভ্রমন
চাঁদের জন্য গান
আমি তোমাকে বলে দেবে
সবুজ যখন
গাছ
চলো বুবাইজান
আন্তর্জাতিক ভিক্ষা সংগীত
হৃদয়ের দাবি আকাশ চুরি (২০০২)
ফিরে চাই
চুরি চিকিৎসা
কার ছবি নেই
এই নষ্ট সময়
বিয়োস্কোপে
হাতের পরশ জোছনা বিহার (২০০৭)
সবুজ খুজি
চলতে চলতে
দিন সারা দিন
ভালো লাগে না
নোঙ্গরের গল্প
ধরি মাছ না ছুঁই পানি
গানের নাম অ্যালবাম
রিকশা স্বপ্ন বাজী (২০০৫)
বাড়িফেরা
কথা বলবো না
হাওয়া
নেশা
বয়স ২৭
সমুদ্র সন্তান
কোথাও বসি
একটি চোখের কাজল
স্বপ্ন বাজী

মৃত্যু

[সম্পাদনা ]

সঞ্জীব চৌধুরী বাইল্যাটারাল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। নভেম্বর ১৫, ২০০৭ সালে আকস্মিকভাবে অসুস্থ বোধ করার কারণে তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।[] তিন দিন পর নভেম্বর ১৯ তারিখে আইসিইউ শাখায় সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন।[] []

অনার্স

[সম্পাদনা ]

তার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অসামান্য শিক্ষায় ফলাফল করা শিক্ষার্থীদের জন্য সঞ্জীব চৌধুরী বৃত্তি নামে একটি বৃত্তি কার্যক্রম শুরু করে।

দলছুট এর ৫তম অ্যালবাম টুকরো কথা প্রকাশিত হয় ১৯ নভেম্বর ২০০৮ যেখানে শুধু ১ গান টুকরো কথা বাপ্পা মজুমদার এর কন্ঠে। দলছুটসোল্‌স এর একটি অ্যালবাম কিংবদন্তি প্রকাশিত হয় ২৫ ডিসেম্বর ২০০৮ যেখানে ৩ গান তিনজন, তিনজন ২, ওচিন ব্রিক্কো বাপ্পা মজুমদার এর কন্ঠে এবং ৩ গান জল কুমারী, বিপন্নো নোগোর, পোরে সিগারেট পার্থ বড়ুয়া এর কন্ঠে আর এবং কিংবদন্তি সঞ্জীব চৌধুরীর কন্ঠে। দলছুট এর ৭তম অ্যালবাম সঞ্জীব প্রকাশিত হয় ২০ এপ্রিল ২০২৪ যেখানে ১১ গান সঞ্জীব চৌধুরী, তুমি যাও, গানের শুরুটা, তুমি আছো নাকি, মন কারিগর, শূন্য লাগে, দুটো মানুষ, মেঘ জমেছে, তার ছায়ায়, প্রবঞ্চনা, মন দাবাড়ু বাপ্পা মজুমদার এর কন্ঠে।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. লেখা (২০২১-১১-২০)। "সঞ্জীব চৌধুরী: বাংলা গানের অন্যতম মহাজন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৮ 
  2. "সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৮ 
  3. "সঞ্জীব চৌধুরীকে অশ্রু আর ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায়"। দৈনিক প্রথম আলো মাহফুজ আনাম। নভেম্বর ২০, ২০০৭। পৃষ্ঠা ২০।  |সংগ্রহের-তারিখ= এর |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
  4. "জীবন-মৃত্যুর মাঝে সঞ্জীব চৌধুরী"। দৈনিক প্রথম আলো মাহফুজ আনাম। নভেম্বর ১৮, ২০০৭।  |সংগ্রহের-তারিখ= এর |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
  5. "চলে গেলেন সঞ্জীব চৌধুরী"BDNews24.com। নভেম্বর ১৯, ২০০৭। পৃষ্ঠা ১৪। ২৪ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৬ 
  6. "হৃদয়ে সঞ্জীবদা এবং কিছু কথা..."। নতুন দেশ। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]

বহিঃসংযোগ

[সম্পাদনা ]
উইকিমিডিয়া কমন্সে সঞ্জীব চৌধুরী সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

AltStyle によって変換されたページ (->オリジナル) /