বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

শুচিব্ৰতা রায়চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শুচিব্ৰতা রায়চৌধুরী
জন্ম(১৯২৯-০৯-০১)১ সেপ্টেম্বর ১৯২৯
মৃত্যু২ ডিসেম্বর ২০০৯(2009年12月02日) (বয়স ৭৮)
গুয়াহাটি, অসম, ভাৰত
পেশাসরকারি চাকরিজীবী, লেখক, কবি
কর্মজীবন১৯৪২-২০০৩
পরিচিতির কারণ'বৈষ্ণবধর্মের উৎপত্তি ও বিকাশ'
পিতা-মাতাঅম্বিকাগিরি রায়চৌধুরী (বাবা)
কৌশল্যা দেবী (মা)
পুরস্কারসাহিত্য অকাদেমি পুরস্কার, ২০০১

সুচিব্রত রায়চৌধুরী (১ সেপ্টেম্বর ১৯২৯ - ২ ডিসেম্বর ২০০৯) একজন অসমীয়া কবি, গল্পকার, অনুবাদক, কথাসাহিত্যিক ছিলেন।[] তিনি আসাম লোকসেবা আয়োগ হিসাবে আসামের প্রথম মহিলা বিচারক ম্যাজিস্ট্রেট ছিলেন।[] এছাড়াও সুভিরা জয়সওয়ালের দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বৈষ্ণববাদ ইন ইন্ডিয়া অনুবাদ করার জন্য তিনি ২০০১ সালে সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কার পেয়েছিলেন।[] [] তিনি ২ ডিসেম্বর ২০০৯-এ গুয়াহাটিতে মারা যান।

জন্ম ও শৈশব

[সম্পাদনা ]

শুচিব্ৰতা রায়চৌধুরী ১ সেপ্টেম্বর ১৯২৯ সালে গুয়াহাটির পানবাজারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন স্বাধীনতা কর্মী ও কবি অম্বিকাগিরি রায়চৌধুরী এবং মাতার নাম কৌশল্যা অম্বিকাদেবীগিরি।[] চার ভাইবোনের মধ্যে শুচিব্রত ছিলেন সবার বড়।[] তিনি ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। গান, গল্প, কবিতা ও প্রবন্ধ ইত্যাদি সৃজনশীল বিষয়ে লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলেন। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি তার বন্ধু কমলা দাসের সাথে তার প্রথম হাতে লেখা ম্যাগাজিন বন্টি প্রকাশ করেন। তিনি মহাত্মা গান্ধীকে নিয়ে ম্যাগাজিনে "সন্ন্যাসী" কবিতা লিখেছিলেন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় তিনি বরগীত গাইতে শুরু করেন।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা ]

শুচিব্ৰতা রায়চৌধুরী গুয়াহাটির পানবাজারের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে পড়া শুরু করেন। চতুর্থ শ্রেণি পাশ করার পরে তিনি পানবাজার গার্লস হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ও সেখানে পড়াশোনা চালিয়ে যান এবং ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। একই বছরে তিনি বিজ্ঞানের জন্য প্রতিভা দেবী পুরস্কার এবং নারায়ণী হান্ডিক পুরস্কারও পান। ১৯৪৭ সালে তিনি সন্দিকৈ নারী মহাবিদ্যালয় থেকে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেন। তিনি ১৯৪৯ সালে একই কলেজ থেকে স্নাতক পরীক্ষায় উর্ত্তিন হন এবং পরে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়-এ ভর্তি হন। এরমাঝেই তিনি আকাশবাণীর জন্য নাটকও লিখেছেন।[] তিনি ১৯৫১ সালে তারিণী চরণ বালিকা বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা ]

বেসামরিক চাকুরী

[সম্পাদনা ]

১৯৫৪ সাল শুচিব্রত আসাম সিভিল সার্ভিসে সিভিল সার্ভেন্ট হিসেবে যোগদান করেন।

  • ১৯৫৩: আসাম সিভিল সার্ভিস পরীক্ষায় (ACSE) উপস্থিত হন।[]
  • ১৯৫৪: ১৫ ফেব্রুয়ারী ১৯৫৪ তারিখে গুয়াহাটি আদালতের ডেপুটি ম্যাজিস্ট্রেট[] এবং তারপর আসামের বিভিন্ন অংশে পদায়ন করা হয়।
  • ১৯৭০: পঞ্চায়েত বিভাগের ডেপুটি ডিরেক্টর, শিলং।
  • ১৯৭৩: খাদি ও গ্রামোদ্যোগ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা।
  • ১৯৭৬: গৌহাটি বিভাগের উপ-বিভাগীয় কমিশনার।[]
  • ১৯৭৭-৮৩: জেলা গেজেটিয়ার সচিব। তিনি আবার গুয়াহাটিতে খাদ্য[] ও গ্রামোদ্যোগ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন।[]
  • ১৯৮৩: শিক্ষা বিভাগের উপ-পরিচালক, আসাম সচিবালয়।
  • ১৯৮৬: সমাজকল্যাণ বিভাগের পরিচালক।
  • ১৯৮৯: ৩১ আগস্ট ১৯৮৯ সালে রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা হিসাবে অবসর গ্রহণ করেন।[]

সামাজিক কাজ

[সম্পাদনা ]

শুচিব্ৰতা রায়চৌধুরী তার সারা জীবন প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, তাকে দীনবান্ধবী উপাধি ("গরিবের বন্ধু") প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন।[] [১০]

গ্রন্থপঞ্জী

[সম্পাদনা ]

শুচিব্ৰতা রায়চৌধুরী সাহিত্যকর্ম সাধারণত দেশপ্রেম এবং সামাজিক বিষয় নিয়ে কাজ করে।[১১] তার কিছু সাহিত্যকর্ম হল:

  • 'কোন বাতে' - স্কুলে পড়ার সময় তাঁর প্রথম নাটকের অনুবাদ হয়েছিল। নাটকটি পরে তার বাবা প্রকাশ করেন। এই নাটকটি রেডিওতে পরিবেশিত হয়েছিল। তারা আর্য নাট্য সমাজ এবং স্যান্ডিকি গার্লস কলেজেও পারফর্ম করেছে।
  • 'যুগের চাহিদা'
  • 'গৌরব'
  • ত্রয়ী

অনুবাদ

[সম্পাদনা ]

রায়চৌধুরী অসমীয়া ভাষায় অনেক বই ও নাটক অনুবাদ করেছেন।

  • ভারতীয় ঐতিহাসিক গবেষণা পরিষদের অধীনে একটি ঐতিহাসিক জীবনী গজনীর মাহমুদ ইংরেজি থেকে অসমীয়া ভাষায় অনুবাদ করা হয়েছে।
  • জন স্টাইনবেক-এর দ্য মুন ইজ ডাউন থেকে অসমীয়া ভাষায় অনুবাদ বই বেলি লহিয়ালে
  • দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, উইলিয়াম সমারসেট মম্‌-এর ছোট গল্পের সংকলন।
  • দ্য সর্পেন্ট অ্যান্ড দ্য রোপ রচিত রাজা রাও (২০০৫), জীবনাতীত হিসাবে, সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত।
  • আন্তন চেখভ এর দ্য চেরি অরচার্ড (২০০৫), লয়ার্স বুক স্টল থেকে প্রকাশিত হয়।
  • ডেঞ্জারাস কর্নার জে.বি প্রিস্টলি অসমীয়া ভাষায় বিপদ সীমা (১৯৯৪) নামে প্রকাশিত হয়।
  • ও হেনরির ছোট গল্পের সংকলন (১৯৯৯)
  • সুভিরা জয়সওয়াল-এর ভারতে বৈষ্ণববাদের উৎপত্তি ও বিকাশ (১৯৯৯)

ছোট গল্প

[সম্পাদনা ]
  • সপ্তপৰ্ণা (১৯৬০)
  • সোণালী পেরা (১৯৫৬)
  • বুধিয়ক কোন (১৯৯১-৯৮)

উপন্যাস

[সম্পাদনা ]
  • সুন্দর দেশ (১৯৬০)
  • বাঁহ মারলী (১৯৫৩-৫৪)
  • কামনার জুই জ্বলিল যেতিয়া (১৯৫৪)

কবিতা ও গানের সংগ্রহ

[সম্পাদনা ]
  • মাথোঁ কথা (১৯৮৮)
  • তুমি আরু মুই (১৯৫০)
  • হাহাকারর গান (১৯৯৫)
  • সুহুরি (১৯৯৬)
  • গুঞ্জন (১৯৯৬)
  • স্পন্দন

অন্যান্য কাজ

[সম্পাদনা ]
  • জীবন প্ৰেমর আতন্দ্ৰ অনল (২০০০)
  • অগ্নিপথ (২০১০) পিতা অম্বিকাগিরি রায়চৌধুরী-এর জীবনী
  • আইন আরু আদালত (২০০৬)
  • সাহিত্য মঞ্জরী
  • চেতনার চিন্তা (১৯৯৯), অসম সাহিত্য সভার থেকে প্ৰকাশিত চেতনা আলোচনা সম্পাদনা সংকলন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "Suchibrata Raichoudhury no more"The Sentinel । ২ ডিসেম্বর ২০০৯। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  2. "Your favorite newspapers and magazines."। ২০২০-১২-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫ – PressReader-এর মাধ্যমে। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  3. "..:: SAHITYA : Akademi Awards ::..".. (ক্রোয়েশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫ উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  4. Profiles, Teresa Rehman (২০০৩-০৩-২৭)। "Breaking free from fetters- PERSONALITY"Telegraph India। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৮ উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  5. Baruah, Jyotshna; Adhikary, Gajendra। "4"। Ambikagiri Roy Chowdhury and the revolutionary movement in the Brahmaputra valley (পিডিএফ)Gauhati University Department of History (Thesis) – INFLIBNET Centre-এর মাধ্যমে। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  6. Borah, Dr. Jayashree। Agnisnata (Assamese ভাষায়)। Guwahati: Aalibaat Publication। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
  7. All India Civil List (ইংরেজি ভাষায়)। Published under the authority of the Government of India by the Associated Advertisers & Printers.। ১ জুলাই ১৯৬৮। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  8. Assam (India) (১৯৯১)। Assam District Gazetteers: Cachar district (ইংরেজি ভাষায়)। Government of Assam। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  9. "Glowing tributes paid to Suchibrata Roychoudhury"The Assam Tribune Online। ৮ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০২ উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  10. "Need for more old-age homes underlined"The Assam Tribune । ১৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
  11. Contemporary Indian Literature: A Symposium (ইংরেজি ভাষায়)। Sahitya Akademi। ১৯৬৮। উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)

AltStyle によって変換されたページ (->オリジナル) /