বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

রবার্ট অ্যান্ডারসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবার্ট অ্যান্ডারসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রবার্ট উইকহাম অ্যান্ডারসন
জন্ম (1948年10月02日) ২ অক্টোবর ১৯৪৮ (বয়স ৭৬)
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ-ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কম্যাক অ্যান্ডারসন (পিতা), টিম অ্যান্ডারসন (পুত্র)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩৪)
৯ অক্টোবর ১৯৭৬ বনাম পাকিস্তান
শেষ টেস্ট২৪ আগস্ট ১৯৭৮ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৩)
১৬ অক্টোবর ১৯৭৬ বনাম পাকিস্তান
শেষ ওডিআই১৫ জুলাই ১৯৭৮ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১১১ ২১
রানের সংখ্যা ৪২৩ ১৬ ৫,৬০৯ ৪২৩
ব্যাটিং গড় ২৩.৫০ ১৬.০০ ৩০.৬৫ ২২.২৬
১০০/৫০ ০/৩ ০/০ ৮/২৮ ০/১
সর্বোচ্চ রান ৯২ ১২ ১৫৫ ৬৬*
বল করেছে - - ২৯৮ -
উইকেট - - -
বোলিং গড় - - ৩০.৮০ -
ইনিংসে ৫ উইকেট - - - -
ম্যাচে ১০ উইকেট - - - -
সেরা বোলিং - - ৪/৪৯ -
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১/- ৭৯/- ৮/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৬ মার্চ, ২০১৮

রবার্ট উইকহাম অ্যান্ডারসন (ইংরেজি: Robert Anderson; জন্ম: ২ অক্টোবর, ১৯৪৮) ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৭৬ থেকে ১৯৭৮ সময়কালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

দলে তিনি মূলতঃ মাঝারীসারির ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন রবার্ট অ্যান্ডারসন

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা ]

ম্যাক অ্যান্ডারসন তার বাবা। ম্যাক ১৯৪৬ সালে নিউজিল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে রবার্টের পুত্র টিম ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০০২-০৩ মৌসুম পর্যন্ত সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে খেলেছেন।

ঘরোয়া ক্রিকেট

[সম্পাদনা ]

১৯৬৭-৬৮ মৌসুমে ক্যান্টারবারির পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে রবার্ট অ্যান্ডারসনের। এছাড়াও, নর্দার্ন ডিস্ট্রিক্টস, ওতাগো ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮১-৮২ মৌসুম শেষে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসরগ্রহণ করেন।

১৯৭৮ সালে স্কটল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সদস্যরূপে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৫ রান তুলেছিলেন। এছাড়াও হক কাপে সাউথল্যান্ড, নর্থল্যান্ড ও মানাওয়াতুর পক্ষে খেলেছিলেন। তন্মধ্যে, ১৯৭৩-৭৪ মৌসুমে সাউথল্যান্ডের বিপক্ষে চারটি চ্যালেঞ্জ খেলায় অংশ নেন ও তিন সেঞ্চুরি সহযোগে ৯৩.৫০ গড়ে ৫৬১ রান তুলেছিলেন।[]

২০১১ সালে ঘোষিত শতাব্দীর সেরা হক কাপ একাদশের অন্যতম সদস্য মনোনীত হন।[]

টেস্ট ক্রিকেট

[সম্পাদনা ]

সমগ্র খেলোয়াড়ী জীবনে নিউজিল্যান্ডের পক্ষে নয়টি টেস্ট ও দুইটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের সুযোগ হয় তার। ৯ অক্টোবর, ১৯৭৬ তারিখে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়।

১৯৭৬-৭৭ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টে অংশগ্রহণ করেন। ১৯৭৭-৭৮ মৌসুমে ও ১৯৭৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে নিজদেশে ও সফরকারী দলের মাঠে টেস্ট খেলেন। লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৯২ রান তুলেন। এ সময় নিউজিল্যান্ড দল ফলো-অনে পরেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে দলের সংগ্রহ ৬২/৪ থাকা অবস্থায় মার্ক বার্জেসের সাথে পঞ্চম উইকেটে ১৫৫ মিনিট অবস্থান করে মূল্যবান ১৮৩ রানের জুটি গড়েন। তবে, ১৯৭৩ সালে ইংল্যান্ড গমন করলেও কোন টেস্টে অংশগ্রহণের সৌভাগ্য হয়নি তার।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "Batting in Hawke Cup 1973-74"CricketArchive। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৭ 
  2. Martin, Wayne (২ নভেম্বর ২০১৭)। "Nelson hold an esteemed place in annals of Hawke Cup cricket history"Stuff.co.nz। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৭ 

আরও দেখুন

[সম্পাদনা ]

বহিঃসংযোগ

[সম্পাদনা ]

AltStyle によって変換されたページ (->オリジナル) /