বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

মার্ক বোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্ক বোল
Mark Boal
২০১২ সালে বোল
জন্ম(১৯৭৩-০১-২৩)২৩ জানুয়ারি ১৯৭৩
মাতৃশিক্ষায়তনঅবার্লিন কলেজ
পেশাসাংবাদিক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক

মার্ক বোল (ইংরেজি: Mark Boal; জন্ম: ২৩ জানুয়ারি ১৯৭৩) হলেন একজন মার্কিন সাংবাদিক, চিত্রনাট্যকার, ও চলচ্চিত্র প্রযোজক। চলচ্চিত্রে আগমনের পূর্বে তিনি রোলিং স্টোন, দ্য ভিলেজ ভয়েস, স্যালোন, ও প্লেবয়-এর মত প্রকাশনায় কাজ করতেন। বোল দুটি একাডেমি পুরস্কার জয়সহ চারটি মনোনয়ন, একটি বাফটা পুরস্কার জয়, দুটি রাইটার্স গিল্ড অব আমেরিকা পুরস্কার জয়, একটি প্রডিউসার্স গিল্ড অব আমেরিকা পুরস্কার জয় এবং চারটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। এছাড়া তিনি কয়েকটি সমালোচক পুরস্কার অর্জন করেছেন।

বোলের ২০০৪ সালের নিবন্ধ "ডেথ অ্যান্ড ডিজঅনার" (Death and Dishonor) ইন দ্য ভ্যালি অব এলা চলচ্চিত্রে উপযোগকরণ করা হয়। ২০০৯ সালে তিনি দ্য হার্ট লকার চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেন এবং প্রযোজনা করেন। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যশ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন।[] ২০১২ সালে তিনি ওসামা বিন লাদেনের অনুসন্ধান ও হত্যা নিয়ে নির্মিত জিরো ডার্ক থার্টি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেন এবং প্রযোজনা করেন।[] এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যশ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার এবং শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য রাইটার্স গিল্ড অব আমেরিকা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "অস্কার জিতল 'দ্যা হার্ট লকার'"দৈনিক প্রথম আলো । ৮ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]
  2. "হলিউডের পর্দায় এবার বিন লাদেনের হত্যা"ডয়েচে ভেলে। ২৮ মে ২০১১। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা ]


মার্ক বোল গৃহীত পুরস্কারসমূহ
১৯৪০-১৯৬০
  • প্রেস্টন স্টার্গেজ (১৯৪০)
  • হারমান জে. ম্যাংকাভিৎজ ও অরসন ওয়েলস (১৯৪১)
  • মাইকেল ক্যানিনরিং লার্ডনার জুনিয়র (১৯৪২)
  • নরমান ক্রাসনা (১৯৪৩)
  • লামার ট্রট্টি (১৯৪৪)
  • রিচার্ড শোয়াইজার (১৯৪৫)
  • মুরিয়েল বক্স ও সিডনি বক্স (১৯৪৬)
  • সিডনি শেলডন (১৯৪৭)
  • - (১৯৪৮)
  • রবার্ট পিরোশ (১৯৪৯)
  • চার্লস ব্রেকেট, ডি. এম. মার্শম্যান জুনিয়র ও বিলি ওয়াইল্ডার (১৯৫০)
  • অ্যালান জে লার্নার (১৯৫১)
  • টি. ই. বি. ক্লার্ক (১৯৫২)
  • চার্লস ব্রেকেট, রিচার্ড এল. ব্রিন, ও ওয়াল্টার রেইশ (১৯৫৩)
  • বাড শুলবার্গ (১৯৫৪)
  • সোনিয়া লেভিয়েন, ও উইলিয়াম লুডভিগ (১৯৫৫)
  • আলবার্ট লামোরিসে (১৯৫৬)
  • জর্জ ওয়েলস (১৯৫৭)
  • নাথান ই. ডগলাস, ও হ্যারল্ড জ্যাকব স্মিথ (১৯৫৮)
  • ক্লেরেন্স গ্রিন, মরিস রিচলিন, রাসেল রুজ, ও স্ট্যানলি শাপিরো (১৯৫৯)
  • আই. এ. এল. ডায়মন্ড, ও বিলি ওয়াইল্ডার (১৯৬০)
১৯৬১-১৯৮০
  • উইলিয়াম ইং (১৯৬১)
  • এনিও দে কনচিনি, পিয়েত্রো জের্মি, ও আলফ্রেদো জাননেত্তি (১৯৬২)
  • জেমস ওয়েব (১৯৬৩)
  • পিটার স্টোন, ও ফ্রাঙ্ক টারলভ (১৯৬৪)
  • ফ্রেডরিক রাফায়েল (১৯৬৫)
  • ক্লোদ ল্যলুশ, ও পিয়ের উইতেরহোভেন (১৯৬৬)
  • উইলিয়াম রোজ (১৯৬৭)
  • মেল ব্রুক্স (১৯৬৮)
  • উইলিয়াম গোল্ডম্যান (১৯৬৯)
  • ফ্রান্সিস ফোর্ড কোপলা, ও এডমন্ড এইচ. নর্থ (১৯৭০)
  • প্যাডি চেফ্‌স্কি (১৯৭১)
  • জেরেমি লার্নার (১৯৭২)
  • ডেভিড এস. ওয়ার্ড (১৯৭৩)
  • রবার্ট টাউন (১৯৭৪)
  • ফ্রাঙ্ক পিয়েরসন (১৯৭৫)
  • প্যাডি চেফ্‌স্কি (১৯৭৬)
  • উডি অ্যালেন, ও মার্শাল ব্রিকম্যান (১৯৭৭)
  • রবার্ট সি. জোন্স, ওয়াল্ডো সল্ট, ও ন্যান্সি ডোড (১৯৭৮)
  • স্টিভ টেলিচ (১৯৭৯)
  • বো গোল্ডম্যান (১৯৮০)
১৯৮১-২০০০
২০০১-২০২০
১৯৮৩-২০০০
২০০১-বর্তমান

AltStyle によって変換されたページ (->オリジナル) /