বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

মণিভূষণ ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মণিভূষণ ভট্টাচার্য (৩ মে, ১৯৩৮ — ১৩ জানুয়ারী, ২০১৪) একজন বাঙালি কবি ছিলেন। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা ]

মণিভূষণ ১৯৩৮ সালে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ড নামে একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন। মণিভূষণ পরবর্তীকালে উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি শহরে বসতি স্থাপন করেন এবং ১৯৬২ সালে কাচরাপাড়ায় স্কুল শিক্ষক হিসাবে জীবিকা শুরু করেন। ১৯৬৩ সালে যোগ দেন গরিফা হাই স্কুলে। শহরের প্রান্তিক ও দরিদ্র মানুষের দৈনন্দিন জীবন তাঁর কবিতায় প্রকাশ পেয়েছিল।

সাহিত্য

[সম্পাদনা ]

১৯৫০ সালের পর মণিভূষণ কবিতা লেখা শুরু করেন। প্রথম বই কয়েকটি কন্ঠস্বর বের হয় ১৯৬২ সালে। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ উতকন্ঠ শর্বরী ১৯৭১ সালে রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যার বিরুদ্ধে লেখা। ১৯৭৪ সালে প্রকাশিত তাঁর গান্ধীনগরে রাত্রি কাব্যগ্রন্থের জন্য বিশেষ পরিচিতি পান তি্নি। তাঁর কবিতাগুলি বেশিরভাগ রাজনৈতিক কিন্তু তাতে রোম্যান্স ও বিপ্লব একীভূত হয়েছে। লিটল ম্যাগাজিনে অনেক কবিতা লিখেছেন তিনি।[] মণিভূষণ ২০০৮ সালে রবীন্দ্র পুরষ্কারে ভূষিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. সরকার, পবিত্র। "উত্তাল সময়সন্ধির প্রতিবাদী কণ্ঠস্বর"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১২ 
  2. "Monivushon Vottacharj Books: মণিভূষণ ভট্টাচার্য এর বই সমূহ | Rokomari.com"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১২ 

AltStyle によって変換されたページ (->オリジナル) /