বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ফেরদৌস ওয়াহিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেরদৌস ওয়াহিদ
জন্মনামফেরদৌস ওয়াহিদ
জন্ম (1953年03月26日) ২৬ মার্চ ১৯৫৩ (বয়স ৭১)
বিক্রমপুর, মুন্সীগঞ্জ,বাংলাদেশ
ধরনপপ সংগীত
পেশাকন্ঠশিল্পী,নায়ক,পরিচালক
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল১৯৭০-বর্তমান
লেবেলসাউন্ডটেক

ফেরদৌস ওয়াহিদ (জন্ম: ২৬ মার্চ ১৯৫৩) বাংলাদেশী চলচ্চিত্রের নেপথ্য গায়ক, লোক সংগীতশিল্পীচলচ্চিত্র পরিচালক[]

জন্ম বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর থানায় ১৯৫৩ সালের ২৬ মার্চ। ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।তিনি তার কিশোর বয়স কাটিয়েছেন কানাডায়।[]

কর্মজীবন

[সম্পাদনা ]

ফেরদৌস ১৯৭০-এর দশকে তার কর্মজীবন শুরু করেছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তার গানের যাত্রা। পরবর্তিতে লোকসঙ্গীতে তালিম নিয়েছেন আব্দুল আলিমের কাছে। গান শেখা শুরু করেন ওস্তাদ মদনমোহন দাশের কাছে। ক্লাসিকাল গান শেখেন ওস্তাদ ফজলুল হকের কাছে। তার ছেলে হাবিব ওয়াহিদও [] পপ গায়ক। ক্যারিয়ার শুরু করার সময় তার কয়েকটি হিট গান আনিস জেড চৌধুরী, লাকী আখান্দ এবং আলম খান সুর করেছিলেন। এর পর হতে বর্তমান সময়কাল পর্যন্ত তিনি পরিচালনা ও গান করছেন। এছাড়া দেশ বিদেশে গান গেয়ে থাকেন []

গান সমুহ

[সম্পাদনা ]

বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর সঙ্গীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি এক পাহারাদার’,‘ শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’। [] । তুমি আমি যখন একা [] খোকা [] এছাড়াও তার পনেরোর অধিক একক অ্যালবাম রয়েছে । []

অভিনয়

[সম্পাদনা ]

তার নির্মিত প্রথম সিনেমা ‘কুসুমপুরের গল্প’ এতে তিনি নিজে অভিনয় করেন। ১৯৯৮ সালে আবুল হোসেন খোকন পরিচালিত ’ভয়ঙ্কর বদমাশ’ সিনেমাতে প্রথমবারের মতো নায়ক চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদ। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা

পরিচালনা

[সম্পাদনা ]

২০০৪ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তিনি নির্মাণ করেন ’ডেঞ্জারম্যান’ নামের একটি টেলিফিল্ম। এরপর ’দুরন্ত অভিযান’, ’কয়েদি’ নামে দুটি অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী টেলিফিল্ম নির্মাণ করেন। ফেরদৌস ওয়াহিদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ’কুসুমপুরের গল্প’, এই ছবিতে ফেরদৌস ওয়াহিদ ছাড়াও অভিনয় করেছেন নবাগত পলাশ ও পুতুল। []

পুরস্কার

[সম্পাদনা ]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "পরিচালক"। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  2. jugantor.com। "ফিরোজ সাঁইয়ের কারণে আজ আমি শিল্পী ফেরদৌস ওয়াহিদ | তারাঝিলমিল | Jugantor"jugantor.com। ২০১৯-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  3. "হাবিব ওয়হিদ"। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২ 
  4. "গান গাওয়া" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]
  5. "গানসমুহ" 
  6. "তুমি আমি যখন একা" 
  7. "খোকা"। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  8. "একক অ্যালবাম" 
  9. "অভিনয়"। ৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 
  10. "পুরস্কার" 
  11. "আজীবন-সম্মাননা-পেলেন-ফেরদৌস-ওয়াহিদ" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]

AltStyle によって変換されたページ (->オリジナル) /