বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ফাইল সিস্টেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। তথ্যসূত্রবিহীন বিষয়বস্তুসমূহ পরিবর্তন করা হতে পারে এবং অপসারণ করাও হতে পারে।উৎস খুঁজুন: "ফাইল সিস্টেম" – সংবাদ · সংবাদপত্র · বই · স্কলার · জেস্টোর (জুন ২০১৯)
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। অনুগ্রহ করে নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে। (জুন ২০১৯)
ফাইল সিস্টেমের উদাহরণ
ফাইল সিস্টেম

কম্পিউটিং-এ, কীভাবে তথ্য সংরক্ষণ এবং উদ্ধার করা যায় তা নিয়ন্ত্রণ করতে একটি ফাইল সিস্টেম বা ফাইলসিস্টেম ব্যবহার করা হয়। একটি ফাইল সিস্টেম ছাড়া  একটি স্টোরেজ মাধ্যে রাখা বিপুল পরিমান তথ্য কোথায় শেষ বা পর্বতিতে কোন যায়গা থেকে শুরু হবে তা ব্যখ্যা করা যায় না। তথ্যগুলোকে আলাদা আলাদা করে  টুকরা করা হয় এবং প্রতিটি টুকরা একটি নাম দেওয়া হয় যাতে করে তথ্য সহজে বিচ্ছিন্ন ও চিহ্নিত। কাগজ-ভিত্তিক ইনফরমেশন সিস্টেম নামকরণ যেভাবে করা হয় ঠিক একই ভাবে এই তথ্য গুলোর নামকরণ করা হয় এবং প্রতিটি গ্রুপের তথ্যকে বলা হয়,"ফাইল"। এক গুচ্ছ তথ্য ব্যবহার ও পরিচালনার জন্য যে    গঠন এবং যুক্তিবিজ্ঞান নিয়ম ব্যবহার করা হয় তাকে "ফাইল সিস্টেম" বলে।

AltStyle によって変換されたページ (->オリジナル) /