প্রবেশদ্বার:মুহাম্মাদ/নির্বাচিত জীবনী/২
অবয়ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খাদিজা (রাঃ) ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি এবং হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রথম স্ত্রী। তিনি ছিলেন তৎকালীন মক্কা নগরের অন্যতম ধনাঢ্য মহিলা। কুরাইশরা সম্মানের সাথে উপনাম দিয়েছিল, ‘তাহিরা’ অর্থাৎ ‘খাঁটি মহিলা’ (আল-ইসাবা)। মুহাম্মদ(সাঃ) এর সাথে বিয়ের পূর্বে খাদিজা (রাঃ) এর দুই বার বিয়ে হয়েছিল। প্রথম স্বামী মারা যাবার পর উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তি লাভ করেছিলেন এবং এই সম্পত্তি ব্যবসায় নিয়োগ করেন। একজন নারী হয়েও প্রতিকুল পরিবেশে অত্যন্ত দক্ষ হস্তে ব্যবসাকে সম্বৃদ্ধ করে তোলেন এবং ক্রমান্বয়ে এক সময় মক্কার সেরা ব্যবসায়ীতে পরিণত হোন।