বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

পেট শপ বয়েজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেট শপ বয়েজ
বোস্টনে লাইভ অনুষ্ঠানে পেট শপ বয়েজ (২০০৬)
বোস্টনে লাইভ অনুষ্ঠানে পেট শপ বয়েজ (২০০৬)
প্রাথমিক তথ্য
উদ্ভবলন্ডন, ইংল্যান্ড
ধরনসিন্থপপ, নিউ ওয়েভ, হাউস, ইডিএম, অল্ট্রারনেটিভ ড্যান্স
কার্যকাল১৯৮১-বর্তমান
লেবেলইএমআই রেকর্ডস, পার্লোফোন, স্প্যাগেটি রেকর্ডস, কোবাল্ট লেভেল সার্ভিসেস
সদস্যনেইল টেনান্ট
ক্রিস লোই
ওয়েবসাইটpetshopboys.co.uk

পেট শপ বয়েজ দুই সদস্যের লন্ডনের একটি ইলেক্ট্রনিক পপ ব্যান্ড। এর প্রধান ভোকাল হলেন নেইল টেনান্ট যিনি কিবোর্ড ও মাঝে মাঝে গিটার বাজান এবং ক্রিস লোই যিনি কিবোর্ডে আছেন কিন্তু মাঝে মাঝে কন্ঠও দিয়ে থাকেন।

সারা বিশ্বে তাদের গান ৫০ মিলিয়ন বিক্রির রেকর্ড রয়েছে।[] দ্য গাইনিজ বোক অফ রেকর্ডস তাদের তালিকায় পেট শপ বয়েজকে ইংল্যান্ড এর ইতিহাসে সবচেয়ে সফল জোড়া গায়ক হিসেবে তালিকাভুক্ত করে।[] তার তিনবার ব্রিট পুরস্কার লাভ করেন এবং ছয়বার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন। ১৯৮৫ সাল থেকে তাদের গাওয়া ৪৫ টি গান আছে যেগুলো সবচেয়ে ৩০ হিট একক গানের তালিকায় ছিল। এছাড়া ২২টি যুক্তরাজ্যের সেরা দশটি একক এর মধ্যে ছিল। সবচেয়ে জনপ্রিয় চারটি একক হলো, ইট’স আ সিন, ওয়েস্ট ইন্ড গার্লস, ওলোয়েস অন মাই মাইন্ড এবং হার্ট

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "The Pet Shop Boys on their involvement in the Olympics & new material". BBC News. Retrieved 2012年09月22日.
  2. The Guinness Book of Records 1999 p.228. Guinness, 1998

AltStyle によって変換されたページ (->オリジナル) /