বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ননীগোপাল দেব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ননীগোপাল দেব
জন্ম১৯১৩
মৃত্যু৩ জুন ১৯৭৯
(বর্তমান বাংলাদেশ)
জাতীয়তা ব্রিটিশ ভারতীয়, বাংলাদেশী,
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)br />পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • চন্দ্রমোহন দেব (পিতা)
অনুশীলন সমিতি
প্রভাব
অনুশীলন সমিতি
তালিকা
উল্লেখযোগ্য ঘটনা
সম্পর্কিত প্রসঙ্গ

ননীগোপাল দেব (১৯১৩—৩ জুন ১৯৭৯) একজন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে অংশগ্রহণকারী, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা ]

ননীগোপাল দেবের আদি বাড়ি বাংলাদেশেকুমিল্লা জেলায়। পিতা চন্দ্রমোহন দেব কর্মসূত্রে চট্টগ্রাম এলে তিনি সেখানে স্কুলে পড়তেন।[]

বিপ্লবী কর্মকাণ্ড

[সম্পাদনা ]

স্কুলে পড়াকালীন মাস্টারদা সূর্য সেনের অনুপ্রেরণায় বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন। ১৮ এপ্রিল ১৯৩০ অস্ত্রাগার দখলে অক্সিলিয়ারি ফোর্স থেকে অংশগ্রহণ করেন তিনি। চারদিন পর ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে জয়লাভ করেন বিপ্লবীরা। তিনি দেড় মাস পলাতক জীবন যাপন করার পর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন। দু বছর বিচার চলার পর মুক্তি পাওয়ার সাথে সাথেই পুলিস পুনরায় আটক করে ও বিনাবিচারে বন্দী করে রাখে। ১৯৩৮ সালে মুক্তি পান।[]

মৃত্যু

[সম্পাদনা ]

৩ জুন ১৯৭৯ মারা যান বিপ্লবী ননীগোপাল দেব।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৩৮। 
ঘটনা
ব্যক্তিগণ
বই
  • সূর্য সেন রচনাসংগ্রহ
চলচ্চিত্র ও নাটক
অন্যান্য বিষয়

AltStyle によって変換されたページ (->オリジナル) /