বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

জেবউন্নিসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেবউন্নিসা
মোঘল সাম্রাজ্যের শাহজাদী
শাহজাদী জেবউন্নিসা
জন্ম১৫ ফেব্রুয়ারি ১৬৩৮
দৌলতবাদ, মোঘল সাম্রাজ্য
মৃত্যু২৬ মে ১৭০২(1702年05月26日) (বয়স ৬৪)
দিল্লী, মোঘল সাম্রাজ্য
সমাধি
রাজবংশ তৈমুর বংশ
পিতাআওরঙ্গজেব
মাতাদিলরস বানু বেগম
ধর্মইসলাম

জেবউন্নিসা (ফার্সি : زیب النساء مخفی‎‎)[] (১৫ ফেব্রুয়ারি ১৬৩৮ – ২৬ মে ১৭০২)[] ছিলেন একজন মোঘল রাজকুমারী ও সম্রাট আওরঙ্গজেব এবং তার প্রথম ও প্রধান স্ত্রী দিলরস বানু বেগমের জ্যেষ্ট সন্তান।তিনি আলিমা, ফাজিলা, আরিফা ও ফার্সি ভাষার কবি এবং তিনি তিন বছরে পবিত্র কোরআন মুখস্থ করেন।তিনি আরবি,ফার্সি ও উর্দু ভাষায় পারদর্শী ছিলেন। তিনি দর্শন ও সাহিত্যেও প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন।তিনি একজন পণ্ডিত, সাহিত্য প্রেমী ও কবি। আর এই কারণেই তাঁর নামে বহু বই, পত্রিকা ও দিওয়ান লেখা হয়েছে। তাঁর বাবা সব বিষয়ে তার সাথে পরামর্শ করতেন।তিনি অবিবাহিত অবস্থায় ৬৫ বছর বয়সে মারা যান।তাঁর গ্রন্থের মধ্যে উল্লেখ যোগ্য হলো-জাইব আল-তাফসীর ও জাইব আল-মানশাত গ্রন্থ।[]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. Also romanized as Zebunnisa, Zebunniso, Zebunnissa, Zebunisa, Zeb al-Nissa. زیب Zēb means "beauty" or "ornament" in Persian and نساء Nissa means "women" in Arabic, Zebunnisa means "most beautiful of all women"
  2. Sir Jadunath Sarkar (১৯৭৯)। A short history of Aurangzib, 1618–1707। Orient Longman। পৃষ্ঠা 14। 
  3. https://ur.m.wikipedia.org/wiki/%D8%B2%DB%8C%D8%A8_%D8%A7%D9%84%D9%86%D8%B3%D8%A7%D8%A1

AltStyle によって変換されたページ (->オリジナル) /