বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

কল্যাণী এক্সপ্রেসওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কল্যাণী এক্সপ্রেসওয়ে
Kalyani Expressway - Wireless Crossing Area - Barrackpore - North 24 Parganas 2015年05月24日 1221.JPG
পথের তথ্য
কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৪০ কিমি (২৫ মা)
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত:নিমতা, কলকাতা
প্রধান সংযোগস্থলসোদপুরে বারাসত রোড
খড়দহে নীলগঞ্জ রোড
ব্যারাকপুরে রাজ্য মহাসড়ক ২
কাঁকিনাড়ায় কাঁকিনাড়া-রফিপুর রোড
নৈহাটিতে নৈহাটি-হাবড়া রোড
কাঁচড়াপাড়ায় কাঁচড়াপাড়া-বনগাঁ হাইরোড
কল্যাণীতে রাজ্য মহাসড়ক ১
উত্তর প্রান্ত:কল্যাণী
অবস্থান
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাসমূহনদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা
মহাসড়ক ব্যবস্থা

কল্যাণী এক্সপ্রেসওয়ে হল একটি ৪০-কিলোমিটার-দীর্ঘ (২৫ মা), দুই-লেন বিশিষ্ট, টোল পথ। এই রাস্তাটি কলকাতা শহরের সঙ্গে নদিয়া জেলায় কলকাতার উপনগরী কল্যাণীর যোগসূত্র স্থাপন করেছে।[] কলকাতার উপকণ্ঠে উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতায় রাস্তাটি শুরু হয়ে কল্যাণী অবধি প্রসারিত হয়েছে। কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি এই রাস্তাটি রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। এটিকে দুই লেনের রাস্তা থেকে চার লেনের রাস্তায় রূপান্তরিত করার পরিকল্পনা গৃহীত হয়েছে।[] হুগলি নদীর তীরে অবস্থিত সোদপুর, ব্যারাকপুর, নৈহাটি প্রভৃতি জনবহুল শহরের রাস্তার যানজট এড়াতে এই রাস্তাটি বাইপাস হিসেবে ব্যবহার করা হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে শহরগুলির মধ্যে যাতায়াতের সময়কে গুরুত্বপূর্ণভাবে দুই ঘণ্টা থেকে এক ঘণ্টায় কমিয়ে এনেছে। সোদপুর, ব্যারাকপুর, বারাসত, মধ্যমগ্রাম, কাঁকিনাড়া, খড়দহকাঁচড়াপাড়া্র সঙ্গে এই রাস্তাটির সংযোগ-রক্ষাকারী গুরুত্বপূর্ণ ফিডার রোডগুলি প্রসারিত। অন্যান্য ছোটো শহরগুলির সঙ্গেও বিভিন্ন রাস্তার মাধ্যমে এই রাস্তাটি যুক্ত। ১ ও ২ নং রাজ্য মহাসড়ক ও ৩৪ নং জাতীয় সড়ক আলাদা আলাদা স্থানে এই রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে। বাঁশবেড়িয়ার কাছে ৬ নং রাজ্য মহাসড়কের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি সম্প্রসারিত অংশ যুক্ত হয়েছে ঈশ্বর গুপ্ত সেতু মারফৎ।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "State High Way in West Bengal" (ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১২ 
  2. "Mega plans for a better city"টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১২ 

AltStyle によって変換されたページ (->オリジナル) /