বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

করমণ্ডল উপকূল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। তথ্যসূত্রবিহীন বিষয়বস্তুসমূহ পরিবর্তন করা হতে পারে এবং অপসারণ করাও হতে পারে।উৎস খুঁজুন: "করমণ্ডল উপকূল" – সংবাদ · সংবাদপত্র · বই · স্কলার · জেস্টোর (মার্চ ২০১০)

ভারতীয় উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলের নাম করমণ্ডল উপকূল (তামিল: சோழமண்டலக் கடற்கரை, প্রতিবর্ণী. চোলমণ্ডল কডরকরৈ)। এটি বঙ্গোপসাগরের সংলগ্ন। এর উপর সমগ্র তামিলনাড়ুঅন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল অংশ পড়ে। এই উপকূলের দক্ষিণ অংশে উপকূল থেকে একটু জমির ভিতরে পূর্বঘাট পর্বতমালা তীরের সমান্তরালে অবস্থিত। অনেক নদী পূর্ব ঘাটকে কেটে বিচ্ছিন্ন কয়েকটি অংশে ভাগ করেছে।

করমণ্ডল উপকূলে বছরে দু-বার বৃষ্টিপাত হয়। মৌসুমি বায়ু ফিরে যাওয়ার ফলে আকাশ প্রায় মেঘমুক্ত থাকে। তাই এই সময় খুব একটা বৃষ্টিপাত ঘটেনা। তবে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়।

AltStyle によって変換されたページ (->オリジナル) /