বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ইংরেজি উদ্যান, ইয়েরেভান

ইংরেজি উদ্যান
ইংরেজি উদ্যানের কেন্দ্রীয় ঝরনা পাশে নতুন বিবাহিত দম্পতি।
মানচিত্র
ধরনসর্বসাধারণ
অবস্থানকেন্ট্রন জেলা, ইয়েরেভান, আর্মেনিয়া
স্থানাঙ্ক ৪০°১০′২৭′′ উত্তর ৪৪°৩০′২৯′′ পূর্ব / ৪০.১৭৪১৭° উত্তর ৪৪.৫০৮০৬° পূর্ব / 40.17417; 44.50806
আয়তন৫.৫ হেক্টর
নির্মিত১৮৬০ সালে
পুনরায় খোলা হয় ৩ অক্টোবর ১৯১০।
পরিচালিতইয়েরেভান সিটি কাউন্সিল
অবস্থাসারা বছর খোলা

ইংরেজি উদ্যান (আর্মেনীয়: Անգլիական այգի, Angliakan aygi) আর্মেনিয়ারি একটি প্রসিদ্ধ উদ্যান। সর্বসাধারণের জন্য অধিগম্য এ উদ্যানটি আর্মেনিয়া ইয়েরেভান ইতালি রাস্তা তে অবস্থিত। এটি কেন্ট্রন জেলার শহরের মাঝামাঝি ২.৫ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। ঠিক প্রজাতন্ত্র চত্বর, ইয়েরেভান-এর দক্ষিণে।

ইতিহাস

[সম্পাদনা ]

১৮৬০-এর দশকের শেষের দিকে নির্মিত ইংরেজি উদ্যান ইয়েরেভান শহরের প্রাচীনতম উদ্যানগুলির মধ্যে একটি। প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত এটির প্রায়ই পুনর্নবীকরণ হ্ত এবং ১৯১০ সালে প্রধান সংস্কারের পুনর্নির্মিত হয়। [] ১৯২০ সালে, ইংরেজি উদ্যান আর্মেনিয়ার আধুনিক ইতিহাসে প্রথমবারের মত ফুটবল ম্যাচ আয়োজন করে এবং ইয়েরেভান আর আলেকজান্দ্রপল দলের মধ্যে খেলা হয়। [] সোভিয়েত ইউনিয়নের সময় ২৬ টি বাকু প্রতিনিধিদের নামে নামকরণ করা হয়। তবে, আর্মেনিয়া স্বাধীনতার পর, উদ্যানের আগের নামটি পুনরুদ্ধার করা হয়েছিল।

উদ্যানের সীমানাতে অবস্থিত সুধুকহান একাডেমিক থিয়েটার, আর্মেনিয়ার ফ্রেঞ্চ দূতাবাস, আর্মেনিয়ার ইটালিয়ান দূতাবাস এবং বেস্ট ওয়েস্টিয়ান কংগ্রেস হোটেল অফ ইয়েরেভান। ১৯৭৬ সালে, গ্যাব্রিয়েল সুধুকহানের কল্পিত চরিত্র পেপোর একটি স্মৃতিস্তম্ভ উদ্যানের মধ্যে নির্মিত হয়েছিল। উদ্যানের কেন্দ্রীয় ঝরণাসমূহ, বিবাহের ছবি তোলার জন্য একটি জনপ্রিয় স্থান।

অ্যালবাম

[সম্পাদনা ]

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "Parks in Yerevan"। ২১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮ 
  2. "Armenian Encyclopaedia: Football"। ১৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮ 

AltStyle によって変換されたページ (->オリジナル) /