আমি বাংলায় গান গাই
অবয়ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমি বাংলায় গান গাই | |
---|---|
প্রতুল মুখোপাধ্যায় দেশাত্মবোধ গান | |
বছর | ১৯৯৪ (1994) |
ধরণ | পপ |
ভাষা | বাংলা |
ভিত্তি করে | মাতৃভাষা বাংলা |
সময়কাল | ৬:৩৩ |
কণ্ঠ্য | প্রতুল মুখোপাধ্যায় |
আমি বাংলায় গান গাই গানটি বাংলা ভাষার প্রতি বাঙালি জাতির ভালোবাসার একটি বিখ্যাত গান। গানটির গীতিকার ভারতীয় গায়ক ও কবি প্রতুল মুখোপাধ্যায়। গানটির সুরকার ও মূল গায়কও তিনি। ২০০৬ সালের মার্চ মাসে বিবিসি বাংলার এক শ্রোতা জরিপ অনুসারে গানটি সর্বকালের সর্বাধিক জনপ্রিয় বিশটি বাংলা গানের একটি হিসেবে মনোনীত হয়।[১] গানটি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জিৎ অভিনীত ক্রান্তি সিনেমায়ও চলচ্চিত্রের গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
ইতিহাস
[সম্পাদনা ]প্রতুল মুখোপাধ্যায়ের এ গানটি পরবর্তীতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাহমুদুজ্জামান বাবু গেয়েছেন এবং তাঁর আরও পরবর্তীতে অনুপম রায়, দুর্নিবার সাহা, ইমন চক্রবর্তী, সাগরিকা ভট্টাচার্যসহ আরো অনেকে এই জনপ্রিয় গানটি গেয়ে অ্যালবাম প্রকাশ করেছেন।
আরও দেখুন
[সম্পাদনা ]- আমার সোনার বাংলা (বাংলাদেশের জাতীয় সঙ্গীত)
- নজরুলগীতি
তথ্যসূত্র
[সম্পাদনা ]- ↑ "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০৫।