বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

২০০৮ এএফসি প্রেসিডেন্ট কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৮ এএফসি প্রেসিডেন্টস কাপ
বিবরণ
স্বাগতিক দেশকিরগিজস্তান
তারিখ১২ এপ্রিল - ২৬ জুন (গ্রুপ পর্ব)
১৯-২১ সেপ্টেম্বর (চূড়ান্ত পর্যায়)
দল৪ (চূড়ান্ত পর্যায়)
১১ (মোট) (১১টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নতাজিকিস্তান রেগার-তাদাজ (২য় শিরোপা)
রানার-আপকিরগিজস্তান দোরদোই-ডায়নামো নারিন
পরিসংখ্যান
ম্যাচ১৮
গোল সংখ্যা৭৫ (ম্যাচ প্রতি ৪.১৭টি)
শীর্ষ গোলদাতামিয়ানমার থি হা কিও (৬ গোল)

২০০৮ এএফসি প্রেসিডেন্ট কাপ এএফসি প্রেসিডেন্ট কাপের চতুর্থ আসর, এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক "উদীয়মান দেশ" হিসাবে তালিকাভুক্ত দেশসমূহের ফুটবল ক্লাবগুলিকে নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আসরে দলের সংখ্যা আট থেকে এগারোতে উন্নীত করা হয়, আগের দুটি গ্রুপের পরিবর্তে তিনটি গ্রুপ করা হয়। বাংলাদেশ, মিয়ানমার ও তুর্কমেনিস্তান থেকে তিনটি নতুন দল নেওয়া হয়। অংশ নেওয়া এগারোটি দলকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয় এবং গ্রুপের প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে একবার করে মোকাবেলা করে। প্রতি গ্রুপের বিজয়ী এবং সেরা রানার-আপ সেমি–ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে এবং সেমি–ফাইনাল ম্যাচের বিজয়ীরা ফাইনাল ম্যাচে খেলে।

এপ্রিল মাসে প্রতিটি গ্রপের দলগুলো একই ভেন্যুতে খেলে - নেপালের দশরথ স্টেডিয়ামে গ্রুপ এ, তাইওয়ানের চুংশান স্টেডিয়ামে গ্রুপ বি এবং শ্রীলঙ্কার সুগাথাদাসা স্টেডিয়ামে গ্রুপ সি। তবে নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রুপ এ’র ম্যাচগুলি স্থগিত করা হয় এবং শেষ পর্যন্ত জুনে মালয়েশিয়ার এমপিপিজে স্টেডিয়ামে এই গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।[]

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ১৯ থেকে ২২ সেপ্টেম্বর কিরগিজস্তানে অনুষ্ঠিত হয়।[]

যোগ্যতা অর্জনকারী দলসমূহ

[সম্পাদনা ]
এসোসিয়েশন দল যোগ্যতা অর্জনের পদ্ধতি উপস্থিতি সর্বশেষ উপস্থিতি
বাংলাদেশ বাংলাদেশ আবাহনী লি. ২০০৭ বি লীগ চ্যাম্পিয়ন প্রথম
ভুটান ভুটান ট্রান্সপোর্ট ইউনাইটেড ২০০৭ ভুটান এ-বিভাগ চ্যাম্পিয়ন চতুর্থ ২০০৭
কম্বোডিয়া কম্বোডিয়া নাগাকর্প এফসি ২০০৭ কম্বোডিয়ান লীগ চ্যাম্পিয়ন প্রথম
চীনা তাইপেই চীনা তাইপে তাইপাওয়ার ২০০৭ এন্টারপ্রাইজ ফুটবল লীগ চ্যাম্পিয়ন দ্বিতীয় ২০০৫
কিরগিজস্তান কিরগিজস্তান দোরদোই-ডায়নামো ২০০৭ কিরগিজস্তান লীগ চ্যাম্পিয়ন চতুর্থ ২০০৭
মিয়ানমার মায়ানমার কানবাওজা ২০০৭ মিয়ানমার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন প্রথম
নেপাল নেপাল নেপাল পুলিশ ক্লাব 1 ২০০৬-০৭ মারটার’স মেমোরিয়াল এ-ডিভিশন লীগ চ্যাম্পিয়ন2 দ্বিতীয় ২০০৭
পাকিস্তান পাকিস্তান ওয়াপদা 3 ২০০৭–০৮ পাকিস্তান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন দ্বিতীয় ২০০৫
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রত্নম এসসি ২০০৭ কিট প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন তৃতীয় ২০০৭
তাজিকিস্তান তাজিকিস্তান রেগার-তাদাজ ২০০৭ তাজিক লীগ চ্যাম্পিয়ন তৃতীয় ২০০৭
তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান এফসি  আশগাবাত ২০০৭ তুর্কমেনিস্তান লীগ চ্যাম্পিয়ন প্রথম

1 মেহেন্দ্র পুলিশ ক্লাব এখন নেপাল পুলিশ ক্লাব হিসাবে পরিচিত।
2 ২০০৭–০৮ সালে কোন লীগ অনুষ্ঠিত হয়নি তাই ২০০৬–০৭ লীগের চ্যাম্পিয়নরা যোগ্যতা অর্জন করে।
3 মূলত পাকিস্তান সেনাবাহিনীর এফ.সি. পাকিস্তান থেকে যোগ্যতা অর্জনকারী দল ছিল, তবে গ্রুপ পর্বের পুনর্বিন্যাসের কারণে ওয়াপদা সুযোগ পায়।

গ্রুপ পর্ব

[সম্পাদনা ]

গ্রুপ এ

[সম্পাদনা ]

সকল ম্যাচ কুয়ালালামপুরের এমপিপিজে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

দল খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য পয়েন্ট
তাজিকিস্তান রেগার-তাদাজ +২
নেপাল নেপাল পুলিশ ক্লাব +৪
বাংলাদেশ আবাহনী লি. -৪
পাকিস্তান ওয়াপদা -২
নেপাল পুলিশ ক্লাব নেপাল ৪–০বাংলাদেশ আবাহনী লি.
থাপা গোল ১৫'
রাই গোল ১৮' গোল ৫৬' গোল ৭০' (পেনা.)
প্রতিবেদন





নেপাল পুলিশ ক্লাব নেপাল ২–২তাজিকিস্তান রেগার-তাদাজ
ঘিমিরে গোল ৩৩'
রাই গোল ৬৭'
প্রতিবেদন রাবিমভ গোল ৪৭' গোল ৯০+১'

গ্রুপ বি

[সম্পাদনা ]

সকল ম্যাচ তাইপের চুংশান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

দল খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য পয়েন্ট
কিরগিজস্তান দোরদোই-ডায়নামো +৫
কম্বোডিয়া নাগাকর্প এফসি -২
চীনা তাইপেই তাইপাওয়ার -৩


গ্রুপ সি

[সম্পাদনা ]

কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে সকল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দল খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য পয়েন্ট
তুর্কমেনিস্তান এফসি আশগাবাত +৭
মিয়ানমার কানবাওজা ১৪ +১১
শ্রীলঙ্কা রত্নম এসসি ১০ +৫
ভুটান ট্রান্সপোর্ট ইউনাইটেড ২৫ -২৩
রত্নম এসসি শ্রীলঙ্কা ৭–১ভুটান ট্রান্সপোর্ট ইউনাইটেড
এদিরিবন্দনাগে গোল ১৭', গোল ৪১', গোল ৯০'
আসমির গোল ২৫'
বীরাসিংহে গোল ৫৯'
জয়াসুরিয়া গোল ৬০'
পুষ্পকুমারা গোল ৭৯'
প্রতিবেদন [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ] ওয়াংচুক গোল ২২'


ট্রান্সপোর্ট ইউনাইটেড ভুটান ১–৭তুর্কমেনিস্তান এফসি আশগাবাত
প্রধান গোল ৯৩' প্রতিবেদন গুরবানি গোল ২১'
আমানোভ গোল ৩২', গোল ৩৬', গোল ৪৮'
মুরালিয়িউ গোল ৪১', গোল ৫০'
সাপারোভ গোল ৭১'


কানবাওজা মিয়ানমার ১১–০ট্রান্সপোর্ট ইউনাইটেড ভুটান
কিও গোল ১১', গোল ৩৬', গোল ৯০+২'
তুন গোল ১৫', গোল ২৩', গোল ৩১', গোল ৭১'
লুইন গোল ৩৮'
হতেত গোল ৪১', গোল ৫১'
থান গোল ৭৪'
প্রতিবেদন [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]

চূড়ান্ত পর্ব

[সম্পাদনা ]

সেমি-ফাইনাল

[সম্পাদনা ]

ফাইনাল

[সম্পাদনা ]
দোরদোই-ডায়নামো
রেগার-তাদাজ
দোরদোই-ডায়নামো:
GK ভ্লাদিস্লাভ ভোলকভ
DF তালান্ত সামসালিয়েভ হলুদ কার্ড ১১৭'
DF রুসলান সিদিকভ
DF আজমত বিমাতভ
DF ২০ ইগর কুদ্রেঙ্কো
MF সের্গেই কনিয়াজেভ ৬০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬০'
MF আইবেক বোকোয়েভ হলুদ কার্ড ১৬' ৯৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯৬'
MF ১৮ ভাদিম হারচেনকো
FW ড্যানিয়েল ট্যাগো হলুদ কার্ড ৬২'
FW ডেভিড তেতেহ
FW ১০ মিরলান মুরজায়েভ ৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
বদলি খেলোয়াড়:
DF ফারুহ আবিতভ ৬০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬০'
MF ১৩ দেভরন আসকারভ ৯৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯৬'
FW ১৯ ইলদার আমিরভ ৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
ম্যানেজার:
কিরগিজস্তান বোরিস পোদকোরিতভ

রেগার-তাদাজ:
GK ১৬ আলিশের দোদভ
DF সাফারালি করিমভ
DF মারুফ রুস্তমভ হলুদ কার্ড ৭১'
DF ফররুখ চোরিয়েভ
DF ১৩ নাইম নাসিরভ হলুদ কার্ড ১৬'
MF খুরশেদ মাখমুদভ
MF ১০ জামশেদ ইসমাইলভ হলুদ কার্ড ১১২'
MF ১১ আলিশের হকবেরদিয়েভ ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
MF ২৩ ইলহোমজোন অর্কিতোভ ১২০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১২০'
FW ১৪ দাভরঞ্জন তুখতসুনভ ৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
FW ১৮ ভিক্টর সিমোস
বদলি খেলোয়াড়:
DF ফারখোদজন খোলবেকভ ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
MF ইব্রাহিম রাবিমভ ৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
FW ১৭ শুজয়াত নিমাতভ ১২০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১২০'
ম্যানেজার:
তাজিকিস্তান খবিবুলয়েভ মাখমাদজন

কর্মকর্তা

  • লাইনসম্যান: সোখন্দন রেজা (ইরান)
  • লাইনসম্যান: বখতিওর তাগায়েভ (উজবেকিস্তান)

বিজয়ী

[সম্পাদনা ]
এএফসি প্রেসিডেন্ট কাপ ২০০৮
তাজিকিস্তান
রেগার-তাদাজ
দ্বিতীয় শিরোপা

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. http://www.rsssf.com/tablesa/ascup08.html#excl
  2. "Archived copy"। ২০০৮-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-০৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা ]

AltStyle によって変換されたページ (->オリジナル) /