বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ভারতীয় জাদুঘর

ভারতীয় জাতীয় জাদুঘর
ভারতীয় জাদুঘরের চারদিক ঘেরা প্রাঙ্গণ
মানচিত্র
স্থাপিত১৮১৪
অবস্থানচৌরঙ্গী, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনজাদুঘর
সংগ্রহের আকার১,০২,৬৪৬ (৩১ মার্চ, ২০০৪-এর হিসেব)[]
ওয়েবসাইটindianmuseumkolkata.org

ভারতীয় জাদুঘর হল ভারতের বৃহত্তম জাদুঘর। ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে।

কলকাতা জাদুঘর একটি .সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। এর ছয়টি বিভাগ রয়েছে – শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে।[] এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন।

ইতিহাস

[সম্পাদনা ]

১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। ১৭৯৬ সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। ১৮০৮ সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এই বছরই ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গী অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয়।[]

১৯০৫ সালে ভারতীয় জাদুঘর
জাদুঘরের অভ্যন্তরভাগ।
কঙ্কাল ও হাড়ের সংগ্রশালা।

১৮১৪ সালের ২ ফেব্রুয়ারি ডাচ উদ্ভি্দতত্ত্ববিদ ড. নাথানিয়েল ওয়ালিচ (তাকে শ্রীরামপুরের যুদ্ধের সময় বন্দী করা হয়েছিল ও পরে মুক্তি দেওয়া হয়েছিল) কলকাতায় জাদুঘর স্থাপনের সমর্থনে একটি চিঠি লেখেন। তিনি বলেছিলেন, এই জাদুঘরে দুটি বিভাগ থাকা উচিত। একটি পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত এবং অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণিতাত্ত্বিক। তিনি তার সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করতে চান।[]

সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করেন। ড. ওয়ালিচ সেই সময় ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট। তাকেই ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক (কিউরেটর) নিযুক্ত করা হয়। ১৮১৪ সালের ১ জুন তিনি কার্যভার গ্রহণ করেন। জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে তার উৎসাহেই জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সংগ্রাহকরা ছিলেন ইউরোপীয়। একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন। ইনি পরে সোসাইটির ভারতীয় সচিব হয়েছিলেন। ড. ওয়ালিচ প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেছিলেন। ১৮১৬ সাল পর্যন্ত জাদুঘরে দান করা ৭৪টি সামগ্রীর মধ্যে ৪২টি ছিল উদ্ভিজ্জ।[]

ড. ওয়ালিচ পদত্যাগ করার পর মাসিক ৫০ থেকে ১০০ টাকা বেতনে কিউরেটর নিয়োগ শুরু হয়। ১৮৩৬ সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটি এই বেতন দিত। এরপর সোসাইটির ব্যাঙ্কার পামার অ্যান্ড কোম্পানি দেউলিয়া হয়ে গেলে সরকার বেতন দিতে শুরু করে। জাদুঘর ও গ্রন্থাগারের রক্ষনাবেক্ষণের জন্য মাসিক ২০০ টাকা অনুদান দেওয়া শুরু হয়। ১৮৪০ সালে সরকার জাদুঘর ভূতাত্ত্বিক ও খনিজ সংগ্রহ বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে আরও ২৫০ টাকা মাসিক অনুদান দিতে শুরু করে শুধুমাত্র ভূতত্ত্ব বিভাগের জন্য। একটি নতুন বাড়ির প্রয়োজন হয় এই সময়। বাড়ির নকশা করেন ওয়াল্টার আর গ্র্যানভিল। ১৮৭৫ সালে ১,৪০,০০০ টাকা ব্যয়ে এই নতুন বাড়িটি তৈরি হয়।[] ১৮৭৯ সালে সাউথ কেনসিংটনের ইন্ডিয়ান মিউজিয়ামের সংগ্রহের একাংশ এই জাদুঘরে আসে।[]

১৯১৬ সালে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণিতত্ত্ব এবং ১৯৪৫ সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে নৃতাত্ত্বিক বিভাগ চালু হয়।[]

সংগ্রহ

[সম্পাদনা ]

২০০৯ সালের হিসেব অনুযায়ী, জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি, ভারহুতের বৌদ্ধ স্তুপ, অশোক স্তম্ভ (ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক), প্রাগৈতিহাসিক প্রাণিদের ফসিল, শিল্প সংগ্রহ, দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ।

ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বাঙালি শিল্পী সুরজিৎ দাসের হাতে গড়ে উঠা ডায়নোসরের মডেল রয়েছে এখানে। বহু প্রাচীন বস্তু রয়েছে এই সংগ্রহশালায়।

চিত্রশালা

[সম্পাদনা ]

প্রবেশ মূল্য

[সম্পাদনা ]

প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ঢুকতে গেলে ৭৫ টাকার টিকিট কাটতে হবে। পাঁচ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য টিকিটের দাম করা হয়েছে ২০ টাকা। বিদেশিদের জন্য টিকিটের দাম ৫০০ টাকা। স্কুল পড়ুয়াদের জন্য কোনও প্রবেশ মূল্য লাগবে না।

স্মার্ট ফোনের জন্য আলাদা করে দিতে হবে ৫০ টাকা। শুধু ক্যামেরা হলে ধার্য করা হয়েছে ১০০ টাকা। ছোট ভিডিও ক্যামেরা এবং স্ট্যান্ড সহ ক্যামেরার জন্য দিতে হবে যথাক্রমে দুই এবং পাঁচ হাজার টাকা। []

পরিদর্শনের সময়

[সম্পাদনা ]

সোমবার থেকে শুক্রবার ১০টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এবং শনি ও রবিবার ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। [১০]

পাদটীকা

[সম্পাদনা ]
  1. ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষক তৃতীয় অধ্যায়ের ২০০৫ সালের ৪ নং (সিভিল) প্রতিবেদন : সংস্কৃতি মন্ত্রণালয়, পৃ: ৩১
  2. Government of India, Ministry of Culture, ANNUAL REPORT 2008-09 p. 27
  3. "History of Indian Museum"Website of the Indian Museum। Ministry of Culture, Government of India। ২০১২। ২৪ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৩ 
  4. "History of Indian Museum (second page)"Website of the Indian Museum। Ministry of Culture, Government of India। ২০১২। ১৫ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৩ 
  5. Official website of Indian Museum ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে,Biography of Nathaniel Wallich
  6. Anon. (1927) A short guide to the Indian Museum. Calcutta
  7. Desmond, Ray (1982) The India Museum 1801-1879 Her Majesty's Stationery Office, London, আইএসবিএন ০-১১-৫৮০০৮৮-৩
  8. "Appendix K: The Anthropological Survey of India (The Andamanese by George Weber)"। ২০০৫-০৯-১০। ২০০৬-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১০-০৪ 
  9. "Ticket Price"। ২১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  10. "Time"। ২১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা ]
উইকিমিডিয়া কমন্সে ভারতীয় জাদুঘর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
পশ্চিমবঙ্গের জাদুঘর
আলিপুরদুয়ার জেলা
  • [[]]
কোচবিহার জেলা
  • [[]]
জলপাইগুড়ি জেলা
  • [[ ]]
কালিম্পং জেলা
দার্জিলিং জেলা
  • [[ ]]
কলকাতা জেলা
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
  • [[ ]]
হাওড়া জেলা
নদীয়া জেলা
  • [[]]
বীরভূম জেলা
  • [[]]
পূর্ব বর্ধমান জেলা
  • [[]]
পশ্চিম বর্ধমান জেলা
  • [[ ]]
হুগলী জেলা
  • [[]]
ঝাড়গ্রাম জেলা
  • [[]]
পূর্ব মেদিনীপুর জেলা
  • [[]]
পশ্চিম মেদিনীপুর জেলা
পুরুলিয়া জেলা
  • [[]]
বাঁকুড়া জেলা
  • [[]]
উত্তর দিনাজপুর জেলা
  • [[]]
দক্ষিণ দিনাজপুর জেলা
  • [[]]
মালদা জেলা
মুর্শিদাবাদ জেলা
ইতিহাস
অঞ্চল ও পথঘাট
জাতিগোষ্ঠীগুলির বসত এলাকা
অট্টালিকা ও স্মারকস্থল
আকাশচুম্বী
ভবন
শিক্ষাব্যবস্থা
মাধ্যমিক শিক্ষা
উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান
  • আলিয়া বিশ্ববিদ্যালয়
  • আশুতোষ কলেজ
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট
  • ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট
  • এশিয়াটিক সোসাইটি
  • কলকাতা আলিয়া মাদ্রাসা
  • কলকাতা বিশ্ববিদ্যালয়
  • কলিকাতা জাতীয় আয়ুর্বিজ্ঞান বিদ্যামন্দির
  • ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন
  • জাতীয় গ্রন্থাগার
  • নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
  • পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়
  • পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়
  • প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
  • বিবেকানন্দ কলেজ
  • বেথুন কলেজ
  • মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা
  • মৌলানা আজাদ কলেজ
  • মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ
  • মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স
  • সেন্ট জেভিয়ার’স কলেজ
  • স্কটিশ চার্চ কলেজ
  • নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি
  • শিল্প ও
    অর্থনীতি
  • আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী
  • আমরি হাসপাতাল
  • আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ
  • ইউকো ব্যাংক
  • ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি লিমিটেড
  • ইমামি
  • এলাহাবাদ ব্যাংক
  • এক্সাইড ইন্ডাস্ট্রিজ
  • কলকাতা বন্দর
  • কলকাতা শেয়ার বাজার
  • কোল ইন্ডিয়া
  • ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন
  • গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড
  • জিকেবি অপটিক্যালস
  • জেসপ অ্যান্ড কোম্পানি
  • টাটা গ্লোবাল বেভারেজেস
  • দামোদর ভ্যালি কর্পোরেশন
  • দ্য পার্ক হোটেলস
  • ন্যাশানাল ইন্স্যুওরেন্স কোম্পানি
  • পিয়ারলেস গোষ্ঠী
  • বাটানগর
  • বার্জার পেইন্টস
  • বার্ডস জুট অ্যান্ড এক্সপোর্ট
  • বার্ন অ্যান্ড কোম্পানি
  • বার্ন স্ট্যান্ডার্ড অ্যান্ড কোম্পানি
  • বালমার লরি
  • বিড়লা কর্পোরেশন
  • বিয়েকো লরি
  • বেঙ্গল কেমিক্যালস এণ্ড ফার্মাসিউটিক্যালস
  • বেঙ্গল ইমিউনিটি
  • ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানি
  • ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ
  • ব্রেইথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড
  • ব্রেইথওয়েট, বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি
  • ভারত ভারী উদ্যোগ নিগম
  • ভারত সরকার টাকশাল
  • লাক্স ইন্ডাস্ট্রিজ
  • লিমটেক্স
  • লেক্সুলোস
  • সারেগামা
  • সিনক্লেয়ারস হোটেলস লিমিটেড
  • হকার
  • হিন্দমোটর
  • হিন্দুস্তান অ্যাম্বাস্যাডর
  • পরিবহন ব্যবস্থা
    সড়ক পরিবহণ
    রেল পরিবহণ
    সমুদ্র
    বিমান
    সংস্কৃতি
    ধর্মস্থান
    হিন্দু
    অন্যান্য
    খেলাধুলা
    বিবিধ

    AltStyle によって変換されたページ (->オリジナル) /