বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(WWE United States Championship থেকে পুনর্নির্দেশিত)
ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ
বর্তমান ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ
তথ্য
সংস্থাএনডাব্লিউএ/জেসিপি
(১৯৭৫-১৯৮৮)
ডাব্লিউসিডাব্লিউ (১৯৮৮–২০০১)
ডাব্লিউডাব্লিউএফ/ই (২০০১, ২০০৩–বর্তমান)
ব্র্যান্ডস্ম্যাকডাউন
প্রতিষ্ঠাজানুয়ারি ১, ১৯৭৫
বর্তমান চ্যাম্পিয়নলোগ্যান পল
জয়ের তারিখনভেম্বর ৪, ২০২৩
অন্যান্য নাম
  • এনডাব্লিউএ ইউনাইটেড স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (মধ্য-অ্যাটলান্টিক) (১৯৭৫-১৯৮১)
  • এনডাব্লিউএ ইউনাইটেড স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (আন্ডিস্পিউটেড) (১৯৮১-১৯৯১)
  • ডাব্লিউসিডাব্লিউ ইউনাইটেড স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (১৯৯০-২০০১)
  • ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ (২০০৩-বর্তমান)
পরিসংখ্যান
প্রথম চ্যাম্পিয়নহার্লে রেস
সর্বাধিক চ্যাম্পিয়নরিক ফ্লেয়ার (৬ বার)
দীর্ঘ ধারকলেক্স লুগার (৫২৩ দিন - সর্বমোট)
ডীন আমব্রোস (৩৫১ দিন- ডাব্লিউডাব্লিউই এর অধীনে)
সংক্ষিপ্ত ধারকস্টেভ আস্টিন (৫ মিনিট)
প্রবীণ চ্যাম্পিয়নটেরি ফাংক ৫৬ বছর, ৮৫ দিন
কনিষ্ঠ চ্যাম্পিয়নড্যাভিড ফ্লেয়ার ২০ বছর, ১২১ দিন
ভারী চ্যাম্পিয়নবিগ শো (৫০০ পা (২৩০ কেজি))
হালকা চ্যাম্পিয়নকালিস্টো (১৭০ পা (৭৭ কেজি))

ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ডাব্লিউডাব্লিউই এর পেশাদারি কুস্তি চ্যাম্পিয়নশিপ। ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ হল মাধ্যমিক পর্যায়ের খেতাব। আসলে ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশিপ মিড-আটল্যান্টিক চ্যাম্পিয়নশিপ রেসলিং (পরে জিম ক্রকেট রেসলিং হিসেবে পরিচিতি পেয়েছে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং বা ডাব্লিউসিডাব্লিউ) দ্বারা প্রবর্তিত হয়েছে। বর্তমানে ডাব্লিউডাব্লিউই তে পাঁচটি চ্যাম্পিয়নশিপ সক্রিয় আছে। তার মধ্যে এটি একমাত্র চ্যাম্পিয়িনশীপ যেটির জন্ম ডাব্লিউডাব্লিউই তে হয় নি।

ইতিহাস

[সম্পাদনা ]

আসলে ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশিপ প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল। ১৯৭৫ সালের ১ জানুয়ারি জিম ক্রকেট জুনিয়র পরিচালিত মিড-আটল্যান্টিক চ্যাম্পিয়নশিপ নামক আঞ্চলিক কুস্তি প্রমোশনে এই খেতাবের যাত্রা শুরু হয়। হার্লে রেস প্রথম বা উদ্ভোদনী চ্যাম্পিয়ন হয়। এই খেতাব খুব শীঘ্রই এনডাব্লিউই মিড-আটল্যান্টিক হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর সাথে প্রতিস্থাপন করা হয়। তখন এটি ছিল ঐ প্রমোশনের একক কুস্তিগিরদের সর্বোচ্চ খেতাব।

১৯৮৬ সাল এটি পর্যন্ত মিড আটল্যান্টিক অঞ্চলের শীর্ষ চ্যাম্পিয়নশিপ ছিল। তারপরে এটি প্রমোশনের মাধ্যমিক চ্যাম্পিয়নশিপ ছিল। ১৯৮৮ সালের নভেম্বরে টেড টার্নার কোম্পানিটা কিনে নেন এবং নতুন নামকরণ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং হিসেবে। ২০০১ সালে, ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং ক্রয় করে নেয়। তাই ক্রয়ের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশিপ ডাব্লিউডাব্লিউএফের সম্পত্তি হয়ে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট

[সম্পাদনা ]

ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টটি স্ম্যাকডাউনের জন্য ১৯ জুন থেকে ২৭ জুলাই, ২০২৩ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল! ব্র্যান্ড

কোয়ার্টার-ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
                 
ক্রিস বেনোইট সাব
রাইনো
ক্রিস বেনোইট সাব
ম্যাট হার্ডি
ম্যাট হার্ডি পিন
রিকিশি
ক্রিস বেনোইট ২২:১৪
এডি গুয়েরো পিন
বিলি গান পিন
জন সিনা
বিলি গান
এডি গুয়েরো পিন
এডি গুয়েরো পিন
অল্টিমো ড্রাগন


তথ্যসূত্র

[সম্পাদনা ]

বহিঃসংযোগ

[সম্পাদনা ]
এমএসিডাব্লিউ/জেসিপি
ডাব্লিউসিডাব্লিউ
ডাব্লিউডাব্লিউএফ/ই
    • এই তালিকা ২১শে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত সঠিক
ডাব্লিউডাব্লিউইর চ্যাম্পিয়নশিপ
বর্তমান
স্ম্যাকডাউন
এনএক্সটি
এনএক্সটি ইউকে
অন্যান্য
সাবেক
উচ্চতর
মাধ্যমিক
ট্যাগ টিম
বিভাগীয়
অন্যান্য
কৃতিত্ব
ওয়ার্ল্ড
নারী
মার্কিন যুক্তরাষ্ট্র
ট্যাগ টিম
স্ম্যাকডাউন
ইউনিভার্সাল
নারী
আন্তঃমহাদেশীয়
ট্যাগ টিম
এনএক্সটি
এনএক্সটি
নারী
উত্তর আমেরিকান
ট্যাগ টিম
নারী ট্যাগ টিম
এনএক্সটি ইউকে
যুক্তরাজ্য
নারী
ট্যাগ টিম
অন্যান্য
ক্রুজারওয়েট
২৪/৭
নারী ট্যাগ টিম
    • এই তালিকা ১০ মার্চ ২০২১ পর্যন্ত সঠিক

AltStyle によって変換されたページ (->オリジナル) /