বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

ভাসিলি গ্রসম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ভাসিলি গ্রস্‌ম্যান থেকে পুনর্নির্দেশিত)
ভাসিলি গ্রসম্যান
ভাসিলি গ্রসম্যান
ভাসিলি গ্রসম্যান
জন্মভাসিলি গ্রসম্যান
-
বেরডিচিভ, রুশ সাম্রাজ্য(বর্তমান ইউক্রেন)
মৃত্যু-
মস্কো, সোভিয়েত ইউনিয়ন
পেশাসাংবাদিক , লেখক
জাতীয়তারুশ
উল্লেখযোগ্য রচনাবলিস্তালিনগ্রাদ (১৯৫০)
জীবন ও নিয়তি(১৯৫৯)
উল্লেখযোগ্য পুরস্কার-

ভাসিলি গ্রস্‌ম্যান (Vasily Grossman) (১৯০৫-১৯৬৪) একজন খ্যাতনামা রুশ লেখক ও সাংবাদিক ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত উপন্যাস জীবন ও নিয়তি (Life and Fate) তার শ্রেষ্ঠ গ্রন্থ।

জীবনী

[সম্পাদনা ]

গ্রস্‌ম্যান ইঊক্রেইনের এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। মস্কো সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তার সাহিত্যচর্চা শুরু। প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করলেও ত্রিশের দশকে এসে তা ছেড়ে দেন, সাহিত্যচর্চায় মনোনিবেশের উদ্দেশ্যে। এ সময়ে তিনি ছোটগল্প লেখক হিসেবে মোটামুটি সুনাম অর্জন করেন।

১৯৪১ সালে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। গ্রস্‌ম্যান স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীর পত্রিকার প্রতিবেদক হিসেবে তিনি যুদ্ধক্ষেত্রে তিন বছর অতিবাহিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব যুদ্ধক্ষেত্র - মস্কো, স্টালিনগ্রাদ, কুর্স্ক (Kursk) ও বার্লিন - প্রতিটি তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেন। পূর্ব ইউরোপে নাত্‌সি হত্যাযজ্ঞের (Holocaust) প্রথম স্বাক্ষী ও লিপিকারদের মধ্যেও তিনি অন্যতম। মাইদানেকট্রেব্লিংকা ক্যাম্পের উপর প্রথম প্রতিবেদনগুলো লিখেন। এ সময়ে তার লেখনী তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়।

জীবন ও নিয়তি(১৯৫৯)

[সম্পাদনা ]

কিন্তু যুদ্ধের পর রুশ সরকারের ইহুদি-বিরোধী কার্যকলাপে তার মোহ ভেঙ্গে যায়। গ্রস্‌ম্যান সোভিয়েত ব্যবস্থার উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। ১৯৫৯ সালে তার মহাগ্রন্থ জীবন ও নিয়তি যখন লেখা শেষ করেন, সোভিয়েত সরকার সেটির প্রকাশনা নিষিদ্ধ করে দেয়। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি-র তৎকালীন দ্বিতীয় সচিব মিখাইল সুস্‌লভ তাকে জানান যে তার উপন্যাস আগামী দুশো বছরে ছাপা হবে না। গ্রস্‌ম্যান মস্কো ক্রেমলিন-এ তৎকালীন পার্টি প্রধান নিকিতা ক্রুশ্চেভ-এর কাছে চিঠি লেখেন। ১৯৬৪ সালে মারা যাবার আগে পর্যন্ত তিনি জানতেন না বইটি আদৌ কোনদিন প্রকাশিত হবে কি না।

অবশেষে ১৯৮০ সালে সুইজারল্যান্ডে বইটি মুক্তি পায়। এবং ১৯৮৮ সালে মিখাইল গর্বাচভের শাসনামলে রাশিয়াতেও প্রকাশ পায়। উপন্যাসটি স্টালিনগ্রাদের যুদ্ধের প্রেক্ষাপটে লেখা। এই উপন্যাসে গ্রস্‌ম্যান সোভিয়েত স্বৈরাচার ও নাত্‌সি স্বৈরাচারের তুলনা করেন এবং রুশ জাতির নিপীড়নের কথা তুলে ধরেন। কোন কোন সমালোচক গ্রস্‌ম্যানের লেখাকে তল্‌স্তয়ের সাথে তুলনা করেছেন। ফ্রান্সের ল্য মোঁদ পত্রিকা বইটিকে 'শতাব্দীর সেরা রুশ উপন্যাস' হিসেবে আখ্যায়িত করে।

খ্যাতিমান রুশ সাহিত্যিকবৃন্দ
ক্লাসিসিজম (১৭০০-১৮০০)
জ্ঞানবাদী বাস্তবতা (১৭০০-১৮০০)
সেন্টিমেন্টালিজম
রোমান্টিকতাবাদ
প্রকৃতিবাদ
কলাকৈবল্যবাদ
সমালোচনা সাহিত্য
বিচারমূলক বাস্তবতাবাদ
আরও
সমাজতান্ত্রিক বাস্তবতাবাদ: মাক্সিম গোর্কি - আলেক্সান্দ্র ইভানভিচ কুপ্রিন - ইভান আলেক্সেইয়েভিচ বুনিন - আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তল্‌স্তোয়

আধুনিকতাবাদ: লেয়োনিদ নিকলাইয়েভিচ আন্দ্রেইয়েভ

প্রতীকবাদ: ভাল্যেরি ইয়াকভ্‌লেভিচ ব্র‌্যুসভ - ভিয়াচেস্লাভ ইভানভ - আন্দ্রেই বিয়েলি - আলেক্সান্দ্র আলেক্সান্দ্রভিচ ব্লক

চূড়ান্তবাদ: নিকলাই স্তেপানভিচ গুমিলিয়োভ - ওসিপ্‌ য়েমিলিয়েভিচ মান্‌ডেল্‌স্টাম - আন্না আন্দ্রেইয়াভ্‌না আখ্‌মাতভা-

ইমেজইজম: সের্গেই আলেক্সান্দ্রভিচ য়েস্যেনিন

ভবিষ্যৎবাদ: ভিক্তর ভ্‌লাদিমিরভিচ খ্‌লেব্‌নিকভ - ভ্‌লাদিমির ভ্‌লাদিমিরভিচ মায়াকোভ্‌স্কি - মারিনা ইভানভ্‌না ত্‌সভেতায়েভা - বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক

প্রাথমিক সোভিয়েত সাহিত্য: নিকলাই আসেইয়েভ - নিকলাই তিখ্‌নভ

গঠনবাদ: ইলিয়া সেল্‌ভিন্‌স্কি - এদুয়ার্দ বাআইজাক-ভ্‌লাদিমির আলেক্সান্দ্রভিচ লুগোভ্‌স্কোয় - পাভেল গ্রিগরিয়ভিচ আন্তকোল্‌স্কি -

প্রলেতারীয়: দেমিয়ান বিয়েদ্‌নি - ইওসিফ পাভ্‌লভিচ উৎকিন - মিখাইল স্‌ভেৎ‌লোভ - আলেক্সান্দ্র আন্দ্রেইয়েভিচ প্রকোফিয়েভ - মিখাইল ভাসিলিয়েভিচ ইসাকোভ্‌স্কি - আলেক্সেই আলেক্সান্দ্রভিচ সুরকোভ - স্তেপান পেত্রোভিচ শ্চিপাচোভ - ইলিয়া গ্রিগোরিয়েভিচ এলেনবুর্গ

অন্যান্য: আইজাক বাবেল - আলেক্সান্দ্‌র সল্‌ঝেনিত্‌সিন - জোসেফ ব্রডস্কি - বরিস আকুনিন - - ভার্লাম শালামভ - ভাসিলি গ্রস্‌ম্যান - ভ্‌লাদিমির নাবোকভ্‌ - মিখাইল বুল্গাকভ্‌ - মিখাইল লের্মোন্তোভ্‌ - মিখাইল শলোখভ

AltStyle によって変換されたページ (->オリジナル) /