বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

কটন বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কটন কলেজ থেকে পুনর্নির্দেশিত)
কটন বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যApramattena Veddhavyam
ধরনসরকারি
স্থাপিত১৯০১/২০১৭
উপাচার্য ডঃ ভবেশ চন্দ্র গোস্বামী
অবস্থান, ,
ওয়েবসাইটcottoncollege.org.in
মানচিত্র

কটন বিশ্ববিদ্যালয় (ইংরেজি: Cotton University) ভারতের উত্তর-পূর্বাঞ্চল অসম রাজ্যের গুয়াহাটি মহানগরে অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসিত অসমের ইন চিফ স্যার হেনরি ষ্টেডমেন কটন ও কে.সি.এস.আই ১৯০১ সনের ২৭মে কটন কলেজ প্রারম্ভ হওয়ার ঘোষণা করেন। স্যার হেনরি ষ্টেডমেন কটন অসমে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখার জন্য কলেজটির নাম কটন কলেজ রাখা হয়। অধ্যক্ষ ফ্রেডরিক উইলিয়াম সুডমার্সন সহ ৫জন অধ্যক্ষ দ্বারা কলেজটিতে প্রথম শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল। কলেজ আরম্ভ হওয়ার সময় এফ.এ প্রথম বছরে ৩৭জন ছাত্র ও এফ.এ দ্বিতীয় বছরে ২জন সর্বমোট ৩৯ ছাত্র নিয়ে শিক্ষাদান আরম্ভ হয়েছিল। ১৯৯২ সনের ৬ অক্টোবর তারিখে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শংকর দয়ালের উপস্থিতে কটন কলেজকে স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। ২০০১ সনের ২৭ মে থেকে ২০০২ সনের ২৬মে সন পর্যন্ত এই কলেজ শতবার্ষিক কার্যসূচি অনুষ্ঠান করে। ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি কৃষ্ণ কান্তে এই কার্যসূচিতে অংশগ্রহণ করেছিলেন। ২০০২ সনে ভারত সরকার কটন কলেজের স্মারক হিসেবে ৪টাকার বিশেষ ডাক টিকেট প্রচলন করেছিলেন। কটন কলেজে কলা, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান শাখার মোট ২১টি প্রাক-স্নাতক ও ২০টি স্নাতকোত্তর বিভাগে ৫০০০জন ছাত্র-ছাত্রী ও ২৪৪ জন শিক্ষক আছে। এই কলেজ ভারতের স্বাধীনতা আন্দোলন ও সাহিত্য সংস্কৃতি আন্দোলনের কেন্দ্র হিসেবেও বিখ্যাত। ২০১৭ সনে কলেজকে রাজ্যিক বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করা হয়।

পরিবহন ও যাতায়ত ব্যবস্থা

[সম্পাদনা ]

লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে কটন কলেজের দূরত্ব প্রায় ১৫কিঃমি। গুয়াহাটি রেল স্টেশন থেকে দূরত্ব প্রায় ১কিঃমি।[]

অধ্যক্ষের তালিকা

[সম্পাদনা ]

১৯০১ সন থেকে ২০১২সন পর্যন্ত কটন কলেজে সর্বমোট ৫১জন অধ্যক্ষ কার্য্যভার গ্রহণ করেছেন।

ক্রমিক নং অধ্যক্ষ কার্য্যকাল
ফ্রেডরিক উইলিয়াম সুদমার্নস ১৯০১ - ১৯২৬
ডি. থমসন ১৯২৬ - ১৯৩৩
এ. ই. ব্রাউন ১৯৩৩ - ১৯৩৪
ডি. ই. রবার্ট্‌ছ ১৯৩৪ - ১৯৩৭
এছ. চি. রয় ১৯৩৭ - ১৯৪০
বি. সি. সেনগুপ্তা ১৯৪০ - ১৯৪২
এইচ. এন. সেন ১৯৪২ - ১৯৪৩
এল. এন. চেটার্জী ১৯৪৩
এস. এন. সেন ১৯৪৩ - ১৯৪৪
১০ আর. আর. থমাস ১৯

৪৫ - ১৯৪৬

১১ সূর্যকুমার ভূঞা ১৯৪৬
১২ পি. চি. সান্যাল ১৯৪৬ - ১৯৪৭
১৩ এস. এম. মহিবুল্লা ১৯৪৭
১৪ বাণীকান্ত কাকতি ১৯৪৭ - ১৯৪৯
১৫ ইউ.কে. গোস্বামী ১৯৪৯
১৬ এছ. এন. চক্রবর্তী ১৯৪৯ - ১৯৫২
১৭ এইচ. সি. ভূঞা ১৯৫২ - ১৯৫৪
১৮ ইউ. কে. দত্ত ১৯৫৪ - ১৯৫৮
১৯ এইচ. সি. গোস্বামী ১৯৫৮ - ১৯৬৩
২০ এইচ. কে. বরপূজারী ১৯৬৩
২১ এন. ইসলাম ১৯৬৩ - ১৯৬৯
২২ কে. রয় ১৯৬৯
২৩ পি. সি. গোস্বামী ১৯৬৯ - ১৯৭০
২৪ টি. কে. ভট্টাচার্য ১৯৭০ - ১৯৭২
২৫ এ. জলিল ১৯৭২ - ১৯৭৪
২৬ পি. বরুয়া ১৯৭৪ - ১৯৭৫

ক্রমিক নং নাম কার্য্যকাল
২৭. এ. শর্মা ১৯৭৫
২৮. এ. আলি ১৯৭৫ - ১৯৭৯
২৯. এ. লতিফ ১৯৭৯
৩০. গোবিন্দ চন্দ্র ডেকা ১৯৭৯ - ১৯৮৬
৩১. আর. কে. দাস ১৯৮৬ - ১৯৮৭
৩২. কমলেন্দু দেব ক্রোড়ী ১৯৮৭ - ১৯৯১
৩৩. অনিল কুমার গোস্বামী ১৯৯১ - ১৯৯৩
৩৪. বি. চি. চৌধুরী ১৯৯৩ - ১৯৯৪
৩৫. মনীষ চন্দ্র ঘোষ ১৯৯৪ - ১৯৯৫, ১৯৯৫ - ১৯৯৬ (ডীন)
৩৬. তৃষ্ণা মহন্ত ১৯৯৬ - ১৯৯৭(ডীন)
৩৭. জিষ্ণু দত্ত ১ জানুয়ারি ১৯৯৮ - ৩১ জানুয়ারি ১৯৯৮ (ডীন)
৩৮. কৃপেশ চন্দ্র পাল ১ ফেব্রুয়ারি ১৯৯৮ - ৩০ জুন ১৯৯৮ (ডীন)
৩৯. প্রীতিলতা কাকতি ১ জুলাই ১৯৯৮ - ৩০ নৱেম্বর ১৯৯৮ (ডীন)
৪০. ডি. কে. কাকতি ১ ডিসেম্বর ১৯৯৮ - ৩১ মে' ১৯৯৯ (ডীন)
৪১. মুক্তি দেব চৌধুরী ১ জুন ১৯৯৯ - ২৯ ফেব্রুয়ারি ২০০০ (ডীন)
৪২. দিলীপ কুমার বরুয়া ১ মার্চ ২০০০ - ৭ মার্চ ২০০০(ডীন), ৮ মার্চ ২০০০ - ৭ নভেম্বর ২০০০(অধ্যক্ষ)
৪৩. রামচরণ ঠাকুরীয়া ৮ নভেম্বর ২০০০ - ৩১ ডিসেম্বর ২০০২
৪৪. জয়মতী মেধি ১ জানুয়ারি ২০০৩ - ৩১ আগস্ট ২০০৩
৪৫. উদয়াদিত্য ভরালী ১ সেপ্তেম্বর ২০০৩ - ৩১ আগস্ট ২০০৬
৪৬. তরুণ সিরকার ১ সেপ্তেম্বর ২০০৬ - ৮ জানুয়ারি ২০০৭
৪৭. ইন্দ্র কুমার ভট্টাচার্য ৯ জানুয়ারি ২০০৭ - ৩১ অক্টোবর ২০১১
৪৮. এস. বরুয়া ১নভেম্বর ২০১১ - ৩০ নভেম্বর ২০১১
৪৯. যমুনা শর্মা চৌধুরী ১ ডিসেম্বর ২০১১ - ৩১ ডিসেম্বর ২০১১
৫০. প্রশান্ত কুমার বরদলৈ ১ জানুয়ারি ২০১২ - ১৭ মার্চ ২০১২
৫১. নিরদা দেবী ১৮ মার্চ ২০১২ - বর্তমান

তথ্যসূত্র

[সম্পাদনা ]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৪ 
আসামের বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয়
রাজ্যীয়
বেসরকারি
সম্ভাব্য
আসামের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
গবেষণা কেন্দ্র
বিশ্ববিদ্যালয়
অভিযান্ত্রিক মহাবিদ্যালয়
চিকিৎসা মহাবিদ্যালয়
অন্যান্য মহাবিদ্যালয়

AltStyle によって変換されたページ (->オリジナル) /