বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

রক্‌স্টার্‌টা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এক বা একাধিক অবদানকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নিবন্ধের বিষয়বস্তু উল্লেখযোগ্যতার সাধারণ নির্দেশাবলী অনুসরণ করে নাই যদি কোনও ব্যবহারকারী এই বিষয় সম্পর্কে জানেন, তাহলে দয়া করে এ নিবন্ধটির উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠার জন্য এটির সম্প্রসারণ সাধন করুন এবং বিশ্বস্ত সূত্র থেকে এর সত্যতা প্রমাণ করুন। যদি এই বিষয়টির উল্লেখযোগ্যতা প্রমাণিত না হয়, তাহলে এ নিবন্ধটি মুছে ফেলার নীতি অনুযায়ী মুছে ফেলার যোগ্য বলে বিবেচিত হবে অথবা একীকরণ করা হবে। (জুলাই ২০১৫)

রকস্ট্রাটা বাংলাদেশের প্রথম দিক কার হেভি মেটাল ব্যান্ডগুলোর মধ্যে একটি। মাত্র একটি অ্যালবাম বের করে থেমে গেলেও এখনো অনেক নতুন হার্ডরক ব্যান্ডের কাছে এই ব্যান্ডটি আদর্শ তাদের অসাধারণ প্রতিভার কারণে।

ব্যান্ড হিসেবে রক্‌স্টার্‌টা যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে।[] তবে প্রথম অ্যালবাম বের করার সময় (১৯৯০) দলে যারা ছিলেন তারা হলেন --

  • মুশফিক আহমেদ (কন্ঠ)
  • ইমরান হোসেন (গিটার)
  • মইনুল ইসলাম (গিটার)
  • আরশাদ আমিন (বেইজ গিটার,কন্ঠ)
  • মাহবুব-উর-রশিদ (ড্রাম্‌স)

প্রথম অ্যালবাম

[সম্পাদনা ]

সারগাম এর প্রযোজনায় তাদের প্রথম এবং একমাত্র অ্যালবাম বের হয় ১৯৯০ সালে। এর নাম ছিল "রক্‌স্টার্‌টা " । অ্যালবামটির কয়েকটি উল্লেখযোগ্য গান হল---

  • রক্তে ভেজা মাটি
  • আর্তনাদ
  • সামান্য দুঃস্বপ্ন
  • পাগলটা
  • শান্তির স্বপ্ন
  • নির্বাসন
  • নিউক্লীয়ার স্বাধীনতা
  • সত্য লোকে
  • মুক্তি দাও (কণ্ঠে: সঞ্জয়, পরবর্তীকালে ওয়ারফেজের গায়ক)
  • কাল রাত (কণ্ঠে: সঞ্জয়)

পরিণতি

[সম্পাদনা ]

রক্‌স্টার্‌টা ৮০' এর শেষ দিকে এবং ৯০' এর শুরুর দিকে বেশ কয়েকটি সফল কনসার্ট এ অংশ নেয়। পরবর্তীকালে ব্যান্ডের অধিকাংশ সদস্য উচ্চশিক্ষার্থে দেশের বাইরে চলে গেলে যোগাযোগের অভাবে ব্যান্ডের কার্যক্রম থেমে যায়। মাহবুব-উর-রশিদ মাইল্‌স্‌ এ ড্রামার হিসেবে যোগ দেন। পরে ছেড়ে যান। তাকে দেশের সেরা ব্যান্ড ড্রামার দের একজন হিসেবে গণ্য করা হত। ইমরান হোসেন এখন এলিফ্যান্ট রোড নামের ব্যান্ডের সাথে যুক্ত।

তথ্যসূত্র

[সম্পাদনা ]
বাংলাদেশ
চট্টগ্রাম
ঢাকা
খুলনা
রাজশাহী
ভারত
কলকাতা
সম্পর্কিত
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

AltStyle によって変換されたページ (->オリジナル) /