বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

হেক্সিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
হেক্সিন

হেক্সিন একটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এর সমগোত্রীয় শ্রেণীর অনুতে কার্বন=কার্বন দ্বিবন্ধন (C=C) বিদ্যমান। হেক্সিন সাধারণভাবে এলকিন বা অলেফিনস নামে পরিচিত। লাতিন অলেফিনস মানে তৈল উৎপাদনকারী। এই যৌগগুলো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ডাইক্লোরাইড গঠন করে যা তৈলজাতীয় যৌগ।

CH3-CH2-CH2-CH2-CH= CH2 + Cl2 = CH3-CH2-CH2-CH2-CHCl-CH2Cl

এটি একটি মুক্ত শিকল অ্যালকিন।

সংকেত

  • হেক্সিনের রাসায়নিক সংকেতঃ C6H12
  • হেক্সিনের রাসায়নিক সংকেতঃ CH3-CH2-CH2-CH2-CH=CH2

উৎস

প্রকৃতিতে প্রাপ্ত

হেক্সিন দুই পদ্ধতিতে উৎপাদন করা যায়। ভাঙন বা ক্রাকিং পদ্ধতিতে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন থেকে এটি আহরণ করা হয়। আমেরিকায় প্রাকৃতিক গ্যাস এবং ইউরোপে অপরিশোধিত তেলের ন্যাপথা অংশ থেকে হেক্সিন পাওয়া যায়। করে।[] উচ্চ তাপমাত্রা ও চাপে হেক্সেনকে ভাঙলে হেক্সিন পাওয়া যায়। সেই সাথে কিছু এলকেনও উৎপন্ন হয়। হেক্সেন---> হেক্সিন + অ্যালকেন

পরীক্ষাগারে প্রস্তুতি

পরীক্ষাগারে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক এসিডের সাথে হেক্সানলকে উত্তপ্ত করলে হেক্সিন উৎপন্ন হয়। CH3-CH2-CH2-CH2-CH-OH + H2SO4 = CH3-CH2-CH2-CH2-CH=CH2 + (H2O + H2SO4)

শিল্পোৎপাদন পদ্ধতি

শিল্প কারখানায় হেক্সিন উৎপাদনে বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হয়।

অ্যালকোহল থেকে

হেক্সানলকে উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর দিয়ে প্রবাহিত করলে প্রচুর পরিমাণে হেক্সিন উৎপন্ন হয়। এক্ষেত্রে এলুমিনা (AL2O3) নিরুদক হিসেবে কাজ করে।

হেক্সাইন থেকে

লেড এবং বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে হেক্সাইনএর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হেক্সিন উৎপন্ন করে।

বৈশিষ্ট্য

স্বাভাবিক তাপমাত্রায় তরল। হেক্সিন হেক্সেনের ন্যায় অপোলার জৈব দ্রাবকে দ্রবনীয় কিন্তু পোলার দ্রাবক যেমন পানিতে অদ্রবনীয়। হেক্সিনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন অণু যুক্ত হয়ে হেক্সেন তৈরী করে।[]

আরো পড়ুন

ব্যবহার

তথ্যসূত্র

  1. উচ্চ মাধ্যমিক রসায়ন, দ্বিতীয় পত্র, হাজারী এবং নাগ।
  2. উচ্চ মাধ্যমিক রসায়ন, দ্বিতীয় পত্র, ড. মোঃ রবিউল ইসলাম, ড. গাজী মোঃ আহসানুল কবীর, ড. মোঃ মনিমুল হক।

AltStyle によって変換されたページ (->オリジナル) /