বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

হলদিয়া শিল্পতালুক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

হলদিয়া শিল্পতালুক[] পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি হলদিয়া শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভারতের অগ্রগণ্য এই শিল্পতালুকটিতে প্রধানত পেট্রোকেমিকাল ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে।

পরিকাঠামো

হলদিয়া বন্দর
হলদিয়া পেট্রোকেমিক্যালস

শিল্পতালুকটি মোট ৩৩৪ একর জমির উপর গড়ে উঠেছে। এটি ৪১ নং জাতীয় সড়ক (ভারত) দ্বারা ৬ নং জাতীয় সড়ক (মুম্বাই রোড) বা স্বর্ণ চতুর্ভুজ এর সঙ্গে যুক্ত। এটি ব্রডগেজ রেলপথ দ্বারা মেচেদায় হাওড়া-খড়গপুর শাখার সঙ্গে যুক্ত। শিল্পতালুকটি হলদিয়া বন্দরএর খুবই কাছে অবস্থিত।

শিল্পগোষ্ঠী ও শিল্প

  • মিৎসুবিস পেট্রোকেমিকাল - এটি একটি জাপানভিত্তিক শিল্পগোষ্ঠী। এটি শিল্প তালুকে একটি পেট্রোকেম গড়ে তুলেছে। বর্তমানে এই কারখানাটি চ্যাটার্জি গোষ্ঠী অধিগ্রহণ করেছে।
  • হলদিয়া তৈল শোধনাগার - এটি ইন্ডিয়ান ওয়েল লিমিটেড নির্মাণ করেছে।
  • হলদিয়া পেট্রোকেমিক্যালস - এই কারখানাটি বর্তমানে চ্যাটারজি গোষ্ঠী,টাটা গোষ্ঠী ও ইন্ডিয়ান অয়েল এর মালিকানায় রয়েছে।
  • সাউথ এসিয়ান পেট্রোকেম।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Different industrial parks.htm" । সংগ্রহের তারিখ ১৯-০৯-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]

বহিঃসংযোগ

AltStyle によって変換されたページ (->オリジナル) /