বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

জগদম্বী প্রসাদ যাদব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

জগদম্বী প্রসাদ যাদব ঝাড়খণ্ডের একজন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং তৎকালীন ভারতের মোড়রজী দেসাই সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। তিনি ঝাড়খণ্ডের গোদ্দা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। ২০০২ সালে তাঁর মৃত্যুর সময় তিনি সরকারী ভাষা সম্পর্কিত সংসদীয় কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি বিহারের ভারতীয় জন সংঘের পাশাপাশি ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত বিহারের ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন।

বহিঃসংযোগ

ভারতের পতাকা রাজনীতিবিদ আইকন ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

AltStyle によって変換されたページ (->オリジナル) /