বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

গয়াবাড়ী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
গয়াবাড়ী
ইউনিয়ন
ডাকনাম: গয়াবাড়ী ইউপি
দেশবাংলাদেশ
বিভাগ রংপুর বিভাগ
জেলা নীলফামারী জেলা
উপজেলা ডিমলা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
উচ্চতা[] ৫৫ মিটার (১৮০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,৮৩৬
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড ৫৩৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

গয়াবাড়ী ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[]

অবস্থান

গয়াবাড়ী ইউনিয়ন নীলফামারী জেলার ডিমলা উপজেলা সদরের পূর্বে অবস্থিত। গয়াবাড়ী ইউনিয়নের উত্তরে টেপাখড়িবাড়ী ইউনিয়ন, পূর্বে খালিশা চাপানী ইউনিয়ন, দক্ষিণে খালিশা চাপানি ও নাউতারা ইউনিয়ন এবং পশ্চিমে ডিমলাখগাখড়িবাড়ী ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের পূর্বে আংশিকভাবে তিস্তা নদী বহমান।

প্রশাসনিক এলাকা

গয়াবাড়ী ইউনিয়ন ৫টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

ইতিহাস

জনসংখ্যা

গয়াবাড়ী ইউনিয়নের মোট জনসংখ্যা= ২০,৮৩৫ জন।[]

শিক্ষা

এ ইউনিয়নে কলেজ ১টি, মাধ্যমিক বিদ্যালয় ৬টি, প্রাথমিক বিদ্যালয় ২০টি, মাদ্রাসা ১টি এবং কিন্ডারগার্ডেন ৩টি রয়েছে।

উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান-

  • গয়াবাড়ী স্কুল এ্যান্ড কলেজ
  • গয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়
  • শুটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গয়াবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ গয়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • দক্ষিণ গয়াবাড়ী আব্বাস আলী দাখিল মাদ্রাসা।

ধর্মীয় উপাসনালয়

উল্লেখযোগ্য ধর্মীয় উপাসনালয়/মসজিদ-

  • শুটিবাড়ীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ
  • মধ্যগয়াবাড়ী আলহাজ্ব কাউয়াধনীপাড়া শাহী মসজিদ
  • গয়াবাড়ী কলেজপাড়া শাহী জামে মসজিদ
  • গয়াবাড়ী কলোনীপাড়া জামে মসজিদ
  • গয়াবাড়ী ডাক্তারপাড়া জামে মসজিদ
  • ফুটানিরহাট জামে মসজিদ

উল্লেখযোগ্য ধর্মীয় উপাসনালয়/মন্দির–

  • শুটিবাড়ী বাজার কেন্দ্রীয় মন্দির
  • কালিহাটি কালিমন্দির

অর্থনীতি

  • হাট ও বাজার
  • সমতল জমি হতে উত্তলনকৃত নুড়ি পাথর ও বালি।
  • ধান
  • ভুট্টা

দর্শনীয় স্থান

  • শুটিবাড়ী গণকবর
  • ফুটানির হাটে অবস্থিত অতি পুরাতন আম গাছ।

উল্লেখযোগ্য ব্যক্তি

আলহাজ্ব কাউয়াধনী

ঊনবিংশ-বিংশ শতাব্দীতে গয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা আলহাজ্ব কাউয়াধনী ডিমলা উপজেলার মধ্যে ছিলেন অন্যতম ধনী ব্যাক্তি। গয়াবাড়ী ইউনিয়নের একটি অন্যতম বড় মহল্লা আলহাজ্ব কাউয়াধনীপাড়া ও একটি অন্যতম বড় মসজিদ মধ্যগয়াবাড়ী আলহাজ্ব কাউয়াধনীপাড়া শাহী মসজিদ তাঁরই নামানুসারে নামকরণ করা হয়।

তথ্যসূত্র

  1. "Geographic coordinates of Dimla, Bangladesh" (ইংরেজি ভাষায়)। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭ 
  2. জাতীয় তথ্য বাতায়ন
  3. "গয়াবাড়ী ইউনিয়নের জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫ 
Stub icon বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
নীলফামারী সম্পর্কিত নিবন্ধ
সাধারণ
জাতি
শহর
উপজেলা
পৌরসভা
ইউনিয়ন
ডিমলা উপজেলা
ডোমার উপজেলা
জলঢাকা উপজেলা
নীলফামারী সদর উপজেলা
কিশোরগঞ্জ উপজেলা
সৈয়দপুর উপজেলা
নদনদী
পরিবহন
শিক্ষা প্রতিষ্ঠান
সংদীয় আসন
উল্লেখযোগ্য ব্যক্তি
আরও দেখুন

AltStyle によって変換されたページ (->オリジナル) /