বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

কলাথাপ্পাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
কলাথাপ্পাম
কলাথাপ্পাম
অন্যান্য নামকালথাপ্পাম
প্রকারমিষ্টান্ন
উৎপত্তিস্থলভারত
অঞ্চল বা রাজ্যউত্তর মালাবার
প্রধান উপকরণচালের আটা, নারিকেল, শ্যালট, গুড়, কাজুবাদাম

কলাথাপ্পাম (കലത്തപ്പം) উত্তর মালাবার ও দক্ষিণ মালাবার, বিশেষত কান্নুর, মালাপ্পুরমকাসারগোডের একটি খাবার। এটি ম্যাঙ্গালোরের বিয়ারি মুসলমানদের নিকট কলাথাপ্পা নামে পরিচিত।

এটি একটি চালের কেক যা গ্রাউন্ড চাল (বাদামী চাল), পানি, নারকেল তেল, গুড়ের চিনি, ভাজা পেঁয়াজ বা শ্যালট, নারকেল আঁইশ ও এলাচ গুঁড়ো দিয়ে তৈরি। এটি প্যানকেকের মতো একটি প্যানে রান্না করা হয় বা ঐতিহ্যগত চুলায় সেঁকা হয় অথবা এমনকি একটি রাইস কুকারে ভাঁপে রাখা হয়।

প্রস্তুতি

কলাথাপ্পাম রান্নার ঐতিহ্যবাহী কাসারগোডিয়ান পদ্ধতি অন্যান্য জায়গা থেকে একটু আলাদা ধরনের। উরুলি নামক ঐতিহ্যবাহী পাত্রে ভাত, নারকেল, পেঁয়াজ, এলাচ ও পানির বাটা গরম তেলে ঢেলে দেওয়া হয়। উরুলির উপরে ধাতু স্থাপন করা হয় যার উপরে নারকেলের খোসায় আগুন দেওয়া হয়। এটি উপরে ও নীচে থেকে উত্তপ্ত হয়। এটি চারদিকে একটি ক্রাঞ্চি শেল তৈরি করে।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. [১], Kalathappam

AltStyle によって変換されたページ (->オリジナル) /