বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

এনিস আইয়েস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
এনিস আইয়েস
১৯২৩ সালে এনিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এরনেস্তো আইয়েস
জন্ম (১৮৯৬-০৫-১০)১০ মে ১৮৯৬
জন্ম স্থান রোসারিও, আর্জেন্টিনা
মৃত্যু ৬ ফেব্রুয়ারি ১৯৫৬(1956年02月06日) (বয়স ৫৯)
মৃত্যুর স্থান রোসারিও, আর্জেন্টিনা
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়

এরনেস্তো আইয়েস (স্পেনীয়: Ennis Hayes, স্পেনীয় উচ্চারণ: [eɾnˈestoˈajjes] ; ১০ মে ১৮৯৬ – ৬ ফেব্রুয়ারি ১৯৫৬) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় রোসারিও সেন্ত্রাল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

এনিস ১৯১৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি সর্বমোট ১১ ম্যাচে ৪টি গোল করেছিলেন। তিনি আর্জেন্টিনার হয়ে সর্বমোট দুইটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬ এবং ১৯১৭) অংশগ্রহণ করেছিলেন, যার উভয় আসরে তিনি রানার-আপ হয়েছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

এনিস কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[] []

ব্যক্তিগত জীবন

এরনেস্তো আইয়েস ১৮৯৬ সালের ১০ই মে তারিখে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৫৬ সালের ৬ই ফেব্রুয়ারি তারিখে, আর্জেন্টিনার রোসারিওতে ৫৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ১৯১৫
১৯১৬
১৯১৭
১৯১৮
১৯১৯
সর্বমোট ১১

তথ্যসূত্র

  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Argentina - Squad" [আর্জেন্টিনা - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে এনিস আইয়েস সংক্রান্ত মিডিয়া রয়েছে।

AltStyle によって変換されたページ (->オリジナル) /