বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ

পোকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা KanikBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:১২, ৭ জুলাই ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (ইংরেজি উইকিপিডিয়া ও উইকিউপাত্তের তথ্যের ভিত্তিতে বট কর্তৃক বিষয়শ্রেণী যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

KanikBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:১২, ৭ জুলাই ২০২৩ তারিখে সম্পাদিত সংস্করণ (ইংরেজি উইকিপিডিয়া ও উইকিউপাত্তের তথ্যের ভিত্তিতে বট কর্তৃক বিষয়শ্রেণী যোগ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। তথ্যসূত্রবিহীন বিষয়বস্তুসমূহ পরিবর্তন করা হতে পারে এবং অপসারণ করাও হতে পারে।উৎস খুঁজুন: "পোকার" – সংবাদ · সংবাদপত্র · বই · স্কলার · জেস্টোর (সেপ্টেম্বর ২০২১)
একটি চলমান টেক্সাস হোল্ড 'এম খেলা। "হোল্ড 'এম" পোকারের একটি জনপ্রিয় সংস্করণ।

পোকার হলো একধরনের কার্ড খেলার জুয়ার শ্রেণি, কিন্তু প্রায়ই এটিকে দক্ষতা নির্ভর খেলা বিবেচনা করা হয়। সব ধরনের পোকার খেলার অপরিহার্য অংশ হিসেবে বাজি জড়িত এবং প্রতি হ্যান্ডের বিজয়ী নির্ধারিত হয় খেলোয়াড়ের কার্ড অনুযায়ী যার অন্তত কিছু হ্যান্ডের খেলা শেষ না হওয়া পর্যন্ত লুকানো থাকে। পোকার খেলাগুলো ভিন্নতা হয় কার্ড বাটার সংখ্যায়, শেয়ারকৃত বা কমিউনিটি কার্ডের সংখ্যায়, লুকায়িত কার্ডের সংখ্যায়, বাজির পদ্ধতিতে।

প্রায় সকল আধুনিক পোকার খেলায় প্রথম দফা বাজি শুরু হয় এক অথবা একাধিক খেলোয়াড়ের কোন না কোন ধরনের বাধ্যতামূলক বাজির (ব্লাইড এবং/অথবা অ্যান্টি) মাধ্যমে। সাধারণ পোকার খেলায় প্রতিটি খেলোয়াড় নিজ হ্যান্ডের মূল্য যা মনে করে তা অন্যান্য খেলোয়াড়দের সাথে তুলনা করে বাজি ধরে। এরপরে খেলা ঘড়ির কাঁটার দিক অনুযায়ী ঘুরতে থাকে যেখানে প্রতি খেলোয়াড়কে আগের সর্বোচ্চ বাজির সমান হতে হয় বা "কল" করতে হয় অথবা "ফোল্ড" করতে হয় যার ফলে বাজি ধরা পরিমাণ হারাতে হয় এবং হ্যান্ডের বাকি অংশ খেলা হতে বিরত থাকতে হয়। যে খেলোয়াড় বাজি ধরেছে সে "রেইজ" বা বাজির পরিমাণ বাড়াতে পারে। বাজির পালা শেষ হয় যখন সর্বশেষ খেলোয়াড় শেষ বাজিকে কল করে বা ফোল্ড করে। যদি একজন ছাড়া বাকি সব খেলোয়াড় ফোল্ড করে তবে অবশিষ্ট থাকা খেলোয়াড়টি নিজের হ্যান্ড দেখানো ছাড়াই পট সংগ্রহ করে। যদি সর্বশেষ বাজির পালা শেষ হওয়ার পর একাধিক খেলোয়াড় খেলায় থাকে তবে শোডাউন হয় যেখানে সবার হ্যান্ড দেখানো হয় এবং বিজয়ী হ্যান্ডধারী খেলোয়াড় পট নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা ]

বহিঃসংযোগ

[সম্পাদনা ]
উইকিমিডিয়া কমন্সে পোকার সংক্রান্ত মিডিয়া রয়েছে।

AltStyle によって変換されたページ (->オリジナル) /